Zaaman Khan: পিএসএলে নজরকাড়া পারফর্মম্যান্স, পাকিস্তানের জাতীয় দলে তরুণ তুর্কি জমান খান
মাটির ঘরে একটা সময় দু-বেলা দু’মুঠো খাবারই জুটত না জমানের। পেটের জ্বালা মেটাতে ক্ষেতে কাজও করেছেন তিনি। কিন্তু ক্রিকেট ছিল তাঁর বরাবরের ভালোবাসা
পিএসএলে নজরকাড়া পারফর্ম করে পাকিস্তানের জাতীয় দলে খেলার সুযোগ পেয়েছেন এক তরুণ তুর্কি। তিনি হলেন জমান খান। মাটির ঘরে একটা সময় দু-বেলা দু’মুঠো খাবারই জুটত না জমানের। পেটের জ্বালা মেটাতে ক্ষেতে কাজও করেছেন তিনি। কিন্তু ক্রিকেট ছিল তাঁর বরাবরের ভালোবাসা। অতীতে কাশ্মীর প্রিমিয়ার লিগে খেলেছেন জমান। সেখানেই তিনি পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিন আফ্রিদির নজরে পড়েন। এরপর জমানের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন আফ্রিদি। তারপরই তাঁকে কিনে নেয় লাহোর কালান্দার্স। জমান চলতি বছরে পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্সের হয়ে খেলেছেন। ফাইনালে মুলতান সুলতানসের বিরুদ্ধে তিনি শেষ ওভারে বল করেছিলেন। জয়ের জন্য মুলতানসের প্রয়োজন ছিল ১৩ রান। শেষ ওভারে ১১ রান দিয়ে ১টি উইকেট তুলে নেন জমান। মুলতানসকে হারিয়ে এ বছরের পিএসএল চ্যাম্পিয়ন হয় লাহোর। জাতীয় দলের দরজা খুলে যায় জমানের সামনে। চলতি বছরের মার্চে আফগানিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে অভিষেক হয়েছে জমানের। ৩ ম্যাচের টি-২০ সিরিজে ২-১ ব্যবধানে জেতে আফগানিস্তান। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টি-২০ সিরিজে জায়গা করে নিয়েছেন জমান।