Fatty Liver Symptoms: ফ্যাটি লিভার বুঝবেন কীভাবে?

Fatty Liver Symptoms: ফ্যাটি লিভার বুঝবেন কীভাবে?

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Oct 01, 2023 | 5:45 PM

অনিয়মিত খাওয়ার অভ্যাসের কারণে,বাড়ে ফ্যাটি লিভারের সমস্যা। এমনকি রোজ মদ্যপানের কারণেও হতে পারে ফ্যাটি লিভার। সঠিক সময় চিকিৎসা শুরু না করলে,হতে পারে ‘সিরোসিস অব লিভার’। ফ্যাটি লিভারের বেশ কিছু উপসর্গ আছে।

অনিয়মিত খাওয়ার অভ্যাসের কারণে,বাড়ে ফ্যাটি লিভারের সমস্যা। এমনকি রোজ মদ্যপানের কারণেও হতে পারে ফ্যাটি লিভার। সঠিক সময় চিকিৎসা শুরু না করলে,হতে পারে ‘সিরোসিস অব লিভার’। ফ্যাটি লিভারের বেশ কিছু উপসর্গ আছে। শরীরে রক্ত সঞ্চালন বাধা পেল,পায়ের ওপর প্রভাব পড়ে। এতে পা ফুলে যায়, একে অ্যাসাইটস বলে। ফ্যাটি লিভারের উপসর্গগুলো জেনে নিন। অনেকেই খুব দ্রুত ক্লান্ত হয়ে পড়েন । এইভাবে শারীরিক দুর্বলতা যদি এড়িয়ে যান,তাহলে সমস্যা বাড়বে।

খারাপ কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পেলে, বাড়ে ফ্যাটি লিভারের সমস্যা। যদি শরীরে খারাপ কোলেস্টেরল বাড়তে থাকে,তাহলে পরীক্ষা করান। হঠাৎ ভুঁড়ি বাড়লে,হতে পারে ফ্যাটি লিভারের সমস্যা। ফ্যাটি লিভারের জন্য শরীর থেকে বর্জ্য পদার্থ বের হতে পারে না। খায়াল রাখুন প্রস্রাবের রঙ এবং গন্ধের দিকে । প্রস্রাবে দুর্গন্ধ থাকলে,হতে পারে ফ্যাটি লিভারের সমস্যা।