FIFA World Cup 2022: বিশ্বকাপ আয়োজনের ছাড়পত্র পেতে ‘আন্ডার টেবল সেটলমেন্ট’?
কাতারকে বিশ্বকাপের দায়িত্ব দেওয়া তাঁদের মস্ত বড় ভুল, উপলব্ধি, প্রাক্তন ফিফা সভাপতি শেপ ব্লাটারের।
মধ্যাহ্নভোজের টেবিলেই কি কাতার পেয়েছিল বিশ্বকাপ আয়োজনের ছাড়পত্র? বিশ্বকাপ শুরুর কয়েক ঘন্টা আগেই নতুন বিতর্কে সরগরম ফুটবল দুনিয়া। হঠাৎ করে এই বিতর্ক মাথা চাড়া দেওয়ার কারণ? কারন, প্রাক্তন ফিফা সভাপতির বিতর্কিত মন্তব্য। প্রাক্তন ফিফা সভাপতি শেপ ব্লাটারের অভিযোগ, কাতারকে বিশ্বকাপের দায়িত্ব দেওয়া তাঁদের মস্ত বড় ভুল। এখানেই থেমে থাকেননি প্রাক্তন ফিফা সভাপতি। তাঁর মারাত্মক অভিযোগ, কাতারকে বিশ্বকাপের দায়িত্ব দেওয়ার পেছনে মূল ‘হাত’ ছিল প্রাক্তন উয়েফা সভাপতি মিশেল প্লাতিনির। শুধু তাই নয়, প্লাতিনি এই কাজটি করেছেন প্রাক্তন ফরাসি প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির অঙ্গুলিহেলনে।
ব্লাটারের এই মারাত্মক অভিযোগকে মাঠের বাইরে পাঠিয়ে দিয়েছেন প্রাক্তন উয়েফা সভাপতি কিংবদন্তি ফুটবলার মিশেল প্লাতিনি। তাঁর অভিযোগ, এমন কোনও ঘটনাই ঘটেনি। অভিযোগে প্রেক্ষিতে সাফাই প্লাতিনির। বিশ্বকাপের ছাড়পত্র দেওয়ার আগে কাতারের রাজপ্রাসাদে মধ্যাহ্নভোজের আমন্ত্রণ পেয়েছিলেন প্রাক্তন ফরাসি প্রেসিডেন্ট ও প্রাক্তন উয়েফা প্রেসিডেন্ট। প্লাতিনির দাবি, ফিফার দুর্নীতি নিয়ে যখন তদন্তের শুরু হয়েছিল, তখন তিনি তদন্তকারীদের এই মধ্যাহ্নভোজের কথা বলেছিলেন। তবে সেখানে একবারও বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব দেওয়া নিয়ে ‘আন্ডার টেবল সেটলমেন্ট’ হয়নি। দাবি প্লাতিনির।