AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tropical Cyclone Naming: ঝড়ের নাম কীভাবে হয়?

Tropical Cyclone Naming: ঝড়ের নাম কীভাবে হয়?

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: May 04, 2023 | 9:02 PM

Share

অনেকে আবার এই ঝড়কে মোচা বলে ডাকছেন। ইয়েমেনের লোহিত সাগরের তীরে একটি শহরের নামে ঝড়ের নামকরণ। কিন্তু ঝড়ের নাম কি? মোচা নাকি মোকা? কখন একটি ঘূর্ণিঝড়কে তার নাম ধরে ডাকা যায়? কখন ঝড়ের নাম হয়? যতক্ষণ না বাতাসের গতিবেগ ৩৪ নট বা ৬৩ কিলোমিটার প্রতিঘণ্টায় ওঠে ততক্ষণ সরকারি ভাবে সংশ্লিষ্ট ঘূর্ণিঝড়কে তালিকা ভুক্ত নামে ডাকা যায় না।

ঘূর্ণিঝড়ের নামকরণ হয় আমরা জানি। আয়লা, ফনি, বুলবুল, হুদহুদ, আমফান আর ইয়সের তাণ্ডব আমাদের স্মৃতিতে টাটকা। এখন আবার শক্তি সঞ্চয় করে আছড়ে পড়ার সম্ভাবনা পরবর্তী ঘূর্ণিঝড় মোকা। অনেকে আবার এই ঝড়কে মোচা বলে ডাকছেন। ইয়েমেনের লোহিত সাগরের তীরে একটি শহরের নামে ঝড়ের নামকরণ। কিন্তু ঝড়ের নাম কি? মোচা নাকি মোকা? কখন একটি ঘূর্ণিঝড়কে তার নাম ধরে ডাকা যায়? কখন ঝড়ের নাম হয়? যতক্ষণ না বাতাসের গতিবেগ ৩৪ নট বা ৬৩ কিলোমিটার প্রতিঘণ্টায় ওঠে ততক্ষণ সরকারি ভাবে সংশ্লিষ্ট ঘূর্ণিঝড়কে তালিকা ভুক্ত নামে ডাকা যায় না। এর আগেও বিভিন্ন সময়ে ঘূর্ণিঝড়ের নাম নিয়ে তৈরি হয়েছে একাধিক মতান্তর। ২০২০তে ঘূর্ণিঝড় আমফান যখন আছড়ে পড়ে তখনও দেখা যায় তার নামের বিভ্রান্তি। এখনও মোচা নাকি মোকা এই নিয়ে তৈরি হয়েছে একটা বিভ্রান্তি। কেন এমন হয়? আসল নাম কীভাবে জানা যাবে? সরকারি ভাবে প্রেস বিজ্ঞপ্তির আগে এবং ঘূর্ণিঝড় তৈরি হবার আগে আসলে কোনও ঝড়কে সেই নামে ডাকা যায় না বলছেন আবহাওয়া দফতরের অধিকর্তা।