High Security Number Plate: কী বলে আপনার নম্বর প্লেট?

High Security Number Plate: কী বলে আপনার নম্বর প্লেট?

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Sep 02, 2023 | 11:55 AM

গাড়ির নম্বর প্লেটের মানে জানেন। রোজ পথে নামে হাজার হাজার গাড়ি। অসংখ্য গাড়ির অসংখ্য নম্বর প্লেট। শব্দ ও সংখ্যার সমন্বয়ে তৈরি হয় গাড়ির নম্বর প্লেট। জানেন কী বলে একটি গাড়ির নম্বর প্লেট? ২০১৯ থেকে চালু হয়েছে হাই সিকিউরিটি নম্বর প্লেট।

গাড়ির নম্বর প্লেটের মানে জানেন। রোজ পথে নামে হাজার হাজার গাড়ি। অসংখ্য গাড়ির অসংখ্য নম্বর প্লেট। শব্দ ও সংখ্যার সমন্বয়ে তৈরি হয় গাড়ির নম্বর প্লেট। জানেন কী বলে একটি গাড়ির নম্বর প্লেট? ২০১৯ থেকে চালু হয়েছে হাই সিকিউরিটি নম্বর প্লেট। অ্যালুমিনিয়ামে তৈরি এই নম্বর প্লেট গুলি ১০টি অক্ষর ও সংখ্যার সমন্বয়ে গঠিত। প্রথম ২টি অক্ষর নির্দেশ করে রাজ্যের নাম। WB পশ্চিমবঙ্গ, HR হরিয়ানা, DL দিল্লি। তারপরের ২টি সংখ্যা ওই রাজ্যের জেলার ক্রমিক সংখ্যা। তারপরের ২টি অক্ষর ওই জেলার গাড়ির সিরিজ। শেষ ৪টি ইউনিক নম্বর। ইউনিক নম্বরের ক্ষেত্রে বিশেষ সংখ্যা বা VIP নম্বর পেতে মোটা অঙ্কের ফি দিতে হয় আরটিওকে। এছাড়াও নম্বর প্লেটে থাকে ২০x ২০ মিলিমিটারের অশোকচক্রের হলোগ্রাম। দেশের কোড যেমন IND লেখা থাকে নম্বর প্লেটে। সেনা বাহিনীর গাড়িতে একটি উরধ্মুখি তীর চিহ্ন থাকে। কালো নম্বর প্লেটে সাদা দিয়ে লেখা থাকে এই ধরনের নম্বর প্লেট। নাগরিকদের ব্যক্তিগত গাড়ি সাদা নম্বর প্লেটে কালো অক্ষরে লেখা থাকে। বাণিজ্যিক গাড়ির নম্বর প্লেট হলুদের ওপরে কালো দিয়ে লেখা থাকে। ইলেকট্রিক গাড়ির নম্বর প্লেট সবুজের ওপরে সাদা দিয়ে লেখা থাকে। দুচাকার গাড়ির নম্বর প্লেটের জন্য খরচ ৪০০ টাকার। ৪ চাকার গাড়ির নম্বর প্লেটের খরচ ১১০০ টাকা।

Published on: Sep 02, 2023 11:53 AM