Thailand Driving Rules: মুখের দুর্গন্ধে ট্রাফিক ফাইন!
বিভিন্ন দেশে গাড়ি চালানোর ক্ষেত্রে বিভিন্ন রকম নিয়ম কানুন। আছে অদ্ভুত কিছু নিয়মও। থাইল্যান্ড, মালয়েশিয়া, হন্ডুরাস, গুয়াতেমালা ও ইকুয়েডরে গায়ে জামা ছাড়া গাড়ি চালানো অপরাধ। থাইল্যান্ডে ঊর্ধ্বাঙ্গে জামা কাপড় ছাড়া গাড়ী চালালে ১২ ডলার জরিমানা। শালীনতা ভঙ্গের দায়ে পর্যটন কেন্দ্র থাইল্যান্ডে এই জরিমানা করে পুলিশ।
বিভিন্ন দেশে গাড়ি চালানোর ক্ষেত্রে বিভিন্ন রকম নিয়ম কানুন। আছে অদ্ভুত কিছু নিয়মও। থাইল্যান্ড, মালয়েশিয়া, হন্ডুরাস, গুয়াতেমালা ও ইকুয়েডরে গায়ে জামা ছাড়া গাড়ি চালানো অপরাধ। থাইল্যান্ডে ঊর্ধ্বাঙ্গে জামা কাপড় ছাড়া গাড়ী চালালে ১২ ডলার জরিমানা। শালীনতা ভঙ্গের দায়ে পর্যটন কেন্দ্র থাইল্যান্ডে এই জরিমানা করে পুলিশ। জনসাধারণের মধ্যে নগ্নতা প্রতিরোধ ও শালীনতা বজায় রাখতেই পুলিশের এই পদক্ষেপ। চারচাকা ও দুচাকা উভয় গাড়ির ক্ষেত্রেই এই নিয়ম। থাইল্যান্ডের মতোই মালয়েশিয়া, হন্ডুরাস, গুয়াতেমালা ও ইকুয়েডরে গাড়ী চালালে সাবধানে থাকুন। শার্টলেস ড্রাইভিং এখানেও অপরাধ। ড্রাইভিং সংক্রান্ত এমনই এক অদ্ভুত আইন আছে কানাডার অন্টারিওয়। রবিবার মুখে দুর্গন্ধ নিয়ে ট্যাক্সিতে উঠলেই জরিমানা করবে পুলিশ। তাই এখানে মাউথ ফ্রেশনার রাখার পরামর্শ দেওয়া হয়।
Latest Videos