Shampoo Pouch: ২ টাকার শ্যাম্পুর পাউচ কিনে আপনি হতে পারেন ধনী!
Shampoo Pouch: শ্যাম্পু ব্যবহার সবাই করেন। অনেকেই শ্যাম্পুর পাউচ কেনেন। কেউ আবার শ্যাম্পুর বোতল কেনেন। কিন্তু জানেন কি, কোনটা কিনলে আপনার লাভ হবে? ২ টাকার শ্যাম্পুর পাউচ কিনে, আপনি হতে পারেন ধনী।
শ্যাম্পু ব্যবহার সবাই করেন। অনেকেই শ্যাম্পুর পাউচ কেনেন। কেউ আবার শ্যাম্পুর বোতল কেনেন। কিন্তু জানেন কি, কোনটা কিনলে আপনার লাভ হবে? ২ টাকার শ্যাম্পুর পাউচ কিনে, আপনি হতে পারেন ধনী। ডাভ সংস্থার শ্যাম্পুর পাউচ কিনতে আপনার খরচ হবে ২ টাকা। সেই ২ টাকায় আপনি পেয়ে যাবেন ৫.৫ মিলিলিটার শ্যাম্পু। ১ মিলিলিটার শ্যাম্পুর খরচ হবে ৩৬ পয়সা। এবার ১ লিটারের সেই শ্যাম্পুর বোতলের দাম ৭০০ টাকা। শ্যাম্পুর বোতল কিনলে ১ মিলিলিটারের খরচ ৭০ পয়সা। এই ভাবে আপনি রোজ ৩৫ পয়সা সঞ্চয় করতে পারবেন।
সাধারণত অনেক মানুষেরা ২ টাকার পাউচ কেনেন। এক কথায় যাঁরা শ্যাম্পুর পাউচ কিনবেন,লাভ তাঁদেরই হবে। শ্যাম্পুর বোতল কিনলে, প্লাস্টিক বর্জ্যের পরিমাণ কম হয়। শ্যাম্পুর পাউচ কিনলে, প্লাস্টিক বর্জ্যের পরিমাণ অনেকটাই বেশি হয়।
Latest Videos