ICC Cricket World Cup 2023: এই অ্যাপেই বিনামূল্যে দেখা যাবে বিশ্বকাপ!

ICC Cricket World Cup 2023: এই অ্যাপেই বিনামূল্যে দেখা যাবে বিশ্বকাপ!

TV9 Bangla Digital

| Edited By: আসাদ মল্লিক

Updated on: Jun 18, 2023 | 4:59 PM

ICC Cricket World Cup: এবারের আইপিএল সবাই টিভিতে দেখেছেন, তা কিন্তু নয়। অনেক ক্রিকেটপ্রেমীরা জিও সিনেমাতে এই খেলা দেখেছেন। গতবছর জিও সিনেমা বিনামূল্যে দেখিয়েছিল ফুটবল বিশ্বকাপ। ডিজনি প্লাস হটস্টার এবার চমক দেবে।

এবারের আইপিএল সবাই টিভিতে দেখেছেন, তা কিন্তু নয়। অনেক ক্রিকেটপ্রেমীরা জিও সিনেমাতে এই খেলা দেখেছেন। গতবছর জিও সিনেমা বিনামূল্যে দেখিয়েছিল ফুটবল বিশ্বকাপ। ডিজনি প্লাস হটস্টার এবার চমক দেবে। হটস্টার বিনামূল্যে ওডিআই ক্রিকেট
বিশ্বকাপ খেলা দেখাবে। ওডিআই ক্রিকেট বিশ্বকাপ দেখার জন্য ফোনে থাকতে হবে হটস্টার অ্যাপ। এই অ্যাপ থাকলে দেখা যাবে এশিয়া কাপও। এশিয়া কাপ দেখার জন্য দিতে হবে না কোন টাকা।
এখনও জানা যায়নি কবে থেকে শুরু হবে এশিয়া কাপ। আগে হটস্টারে খেলা দেখতে গেলে নিতে হত সাবস্ক্রিপশন। এবারে বিনামূল্যে ক্রিকেট উপভোগ করতে পারবেন। হটস্টার চাইছে, দর্শকরা যাতে ক্রিকেট আরও বেশি করে দেখার সুযোগ পায়। দর্শকদের বেশি করে আনন্দ দিতে চাইছে হটস্টার। হটস্টারে বিনামূল্যে খেলা দেখানো হলে, অনেক মানুষ ক্রিকেট বিশ্বকাপ দেখার সুযোগ পাবে।