2000 Rupee Note: ৩০ সেপ্টেম্বর মেয়াদ শেষ ২০০০ টাকার কারেন্সি নোটের, এই নোটের ভবিষ্যৎ কী?

2000 Rupee Note: ৩০ সেপ্টেম্বর মেয়াদ শেষ ২০০০ টাকার কারেন্সি নোটের, এই নোটের ভবিষ্যৎ কী?

TV9 Bangla Digital

| Edited By: আসাদ মল্লিক

Updated on: Jun 18, 2023 | 4:25 PM

2000 Rupee Note: বাজার থেকে তুলে নেওয়া হচ্ছে ২০০০ টাকার নোট। ২০০০ টাকার নোট ৫০% জমা পড়ে গেছে ব্যাঙ্কে। ব্যাঙ্কে জমা পড়েছে ১.৮০ লক্ষ কোটি ২০০০ টাকার নোট। সেই নোটগুলো কি করা হবে জানেন?

বাজার থেকে তুলে নেওয়া হচ্ছে ২০০০ টাকার নোট। ২০০০ টাকার নোট ৫০% জমা পড়ে গেছে ব্যাঙ্কে। ব্যাঙ্কে জমা পড়েছে ১.৮০ লক্ষ কোটি ২০০০ টাকার নোট। সেই নোটগুলো কি করা হবে জানেন? সেগুলি কি কোথাও ফেলে দেওয়া হবে? এই নোটগুলি আরবিআই পাঠাবে আঞ্চলিক শাখার অফিসে। সেখানে দেখা হবে সেই নোটগুলি জাল কি না? তারপর জাল নোটগুলি পুড়িয়ে ফেলা হয়। বাতিল নোটগুলিকে ছোট টুকরো করা হয় মেশিনের মাধ্যমে। যে নোটগুলোর অবস্থা ভাল থাকে, সেই নোটগুলো দিয়ে নতুন নোট বানানো হয়। খারাপ নোটগুলো দিয়ে কাডবোর্ড বানানো হয়। নোটবন্দি হয়েছিল ২০১৬ সালে। সেই সময় বাতিল নোট জমা পড়েছিল আরবিআই-এ। ৮০০ টন নোট বিক্রি করে দেওয়া হয় বিভিন্ন কারখানাতে। সেই নোটগুলি কেনা হয়েছিল ২০০ টাকা প্রতি টনে। ১টি ২০০০ টাকার নোট ছাপানোর জন্য খরচ হয় ৪ টাকা। ১টি ৫০০ টাকার নোট ছাপানোর জন্য খরচ হয় ১ টাকা।