Donald Trump News: প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর বাড়ি থেকে মিলল অনেক গোপন নথি!

Donald Trump News: প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর বাড়ি থেকে মিলল অনেক গোপন নথি!

TV9 Bangla Digital

| Edited By: আসাদ মল্লিক

Updated on: Jun 18, 2023 | 4:17 PM

America News: প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর বাড়ি থেকে মিলল অনেক গোপন নথি। ২০২১ সালে এই গোপন নথি রাখা হয়েছিল ট্রাম্পের বাড়িতে। তাঁর ওপর সন্দেহ ছিল আগে থেকেই। এবার সন্দেহ সত্যি হল।

প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর বাড়ি থেকে মিলল অনেক গোপন নথি। ২০২১ সালে এই গোপন নথি রাখা হয়েছিল ট্রাম্পের বাড়িতে। তাঁর ওপর সন্দেহ ছিল আগে থেকেই। এবার সন্দেহ সত্যি হল। তাঁর বাড়ি থেকে পাওয়া গেল প্রমাণও। ট্রাম্পের বিরুদ্ধে আনা হয়েছে ৪৯ পাতার চার্জশিট। তাঁর বিরুদ্ধে আছে প্রতিরক্ষা থেকে সামরিক সহ অনেক গোপন তথ্য ফাঁস করার অভিযোগ। অনেক ছবিও পাওয়া গেছে। গোপন নথি রাখা হয়েছিল শৌচাগারে। এই নথিগুলো বাসভবনের বাইরে নিয়ে যাওয়া অপরাধ। কীভাবে সেই নথিগুলো ট্রাম্পের বাড়িতে পাওয়া গেল, সেটাই রহস্যজনক। সেই নথিতে ছিল পরমাণু অস্ত্রের নানা প্রোগ্রাম। আমেরিকার ওপর কোন হামলা হলে,কীভাবে তা মোকাবিলা করা হবে,সেই নথিও পাওয়া গেছে। প্রেসিডেন্ট পদ হারানোর পর, ট্রাম্পের কোন অধিকার নেই গোপন নথি বাড়িতে রাখার। মাল-আ-লাগোর বাড়িতে ট্রাম্প পার্টি করতেন। সেখানে অনেক অতিথি আসতেন। সেখানে ছড়ানো থাকত সেই গোপন নথিগুলো। বাথরুম থেকে অফিস ঘর, সব জায়গাতেই রাখা ছিল এই নথিগুলো। সেই নথিগুলো কার্ডবোর্ডের বাক্স থেকে পাওয়া যায়।