SmartPhone Hang Solution: ফোন হ্যাং হওয়া থেকে মুক্তি কীভাবে?

SmartPhone Hang Solution: ফোন হ্যাং হওয়া থেকে মুক্তি কীভাবে?

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Mar 06, 2023 | 2:07 PM

স্মার্টফোন হ্যাং হওয়ার পেছনে অ্যাপসই প্রধান কারণ। আপনি প্রয়োজনে অনেক সময় বিভিন্ন ধরনের অ্যাপ ইন্সটল করেন,কিন্তু দীর্ঘদিন ধরে সেই অ্যাপের কোন ব্যবহার করেন না।

স্মার্টফোন হ্যাং হওয়ার পেছনে অ্যাপসই প্রধান কারণ। আপনি প্রয়োজনে অনেক সময় বিভিন্ন ধরনের অ্যাপ ইন্সটল করেন, কিন্তু দীর্ঘদিন ধরে সেই অ্যাপের কোন ব্যবহার করেন না। ফোনে অনেক ধরনের অ্যাপ রেখে দেন যেগুলি কখনওই ব্যবহার করেন না। সেক্ষেত্রে আপনার স্মার্টফোনটির স্টোরেজ ক্ষমতা কমে যায় এবং ক্রমাগত হ্যাং হতে থাকে। তাই যে অ্যাপগুলি আপনি একেবারেই ব্যবহার করেন না, সেগুলিকে আনইন্সটল করে ফেলুন। এতে আপনার ফোনের হ্যাং হওয়ার সমস্যা মিটে যাবে।যে কোনও ফোন হ্যাং হওয়ার প্রধান কারণ হতে পারে ডেটা।আপনি ফোনে অনেক অপ্রয়োজনীয় ডেটা রাখেন।সেই ডেটা গুলি আপনার ফোনের স্টোরেজ ক্ষমতাকে কমিয়ে দেয়।ডেটা ফোনের কার্যক্ষমতার উপর সরাসরি প্রভাব ফেলে।ফোন হ্যাং হওয়ার সমস্যা থেকে বাঁচতে চাইলে সেই অপ্রয়োজনীয় ডেটা গুলিকে ফোন থেকে মুছে ফেলুন।স্মার্টফোনের স্পিড সরাসরি মাদারবোর্ডের সঙ্গে যুক্ত থাকে।এমন পরিস্থিতিতে মাদারবোর্ডের যত্ন নেওয়া খুবই জরুরি।অনেক সময় স্মার্টফোনে লাইভ ওয়ালপেপার ব্য়বহার করেন,যা ফোনকে স্লো করে দেয়।লাইভ ওয়ালপেপারের পরিবর্তে ওয়ালপেপারে কোনও ছবি ব্যবহার করুন।