INS Vikrant: দেশের সব থেকে বড় জাহাজ, বিক্রান্তের শক্তি কী কী?

INS Vikrant: দেশের সব থেকে বড় জাহাজ, বিক্রান্তের শক্তি কী কী?

আসাদ মল্লিক

|

Updated on: Sep 03, 2022 | 11:44 AM

INS Vikrant 2022: আত্মনির্ভর ভারতের প্রতিফলন এই আইএনএস বিক্রান্ত। যেসকল দেশ নিজেদের প্রযুক্তিতে যুদ্ধজাহাজ তৈরি করে, সেই সব দেশের তালিকায় নাম লেখাল ভারত: নরেন্দ্র মোদী

কেরল: আত্মনির্ভর ভারতের রাস্তায় আরও এক ধাপ এগোল দেশ। কেরলের কোচিতে উদ্বোধন হল যুদ্ধজাহাজ আইএনএস বিক্রান্তের। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই জাহাজ যুদ্ধবিমান বহনে সক্ষম, রয়েছে বিমান উড়ান ও অবতরণের জন্য বিশেষ রানওয়ে। রণতরী উদ্বোধনের মঞ্চে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। উপস্থিত ছিলেন ভারতীয় নৌবাহিনীর শীর্ষ আধিকারিকরাও।

INS Vikrant 2022 Live: PM Modi Inaugurates India's Largest Ship 

মঞ্চ থেকে আত্মবিশ্বাসী প্রধানমন্ত্রী জানান, “আত্মনির্ভর ভারতের প্রতিফলন এই আইএনএস বিক্রান্ত। যেসকল দেশ নিজেদের প্রযুক্তিতে যুদ্ধজাহাজ তৈরি করে, সেই সব দেশের তালিকায় নাম লেখাল ভারতও।” কোচি শিপইয়ার্ড, শ্রমিক ও নৌসেনার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী। “স্বদেশী পদ্ধতিতে তৈরি এই জাহাজের এয়ারবেসের স্টিল স্বদেশী, এই স্টিল ডিআরডিও বিজ্ঞানীরা তৈরি করেছেন। এই জাহাজ যেন এক ভাসমান শহর। জাহাজে যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হয়, তা ৫০০০ বাড়িকে উজ্জ্বল করতে পারে। এর ফ্লাইট ডেকে দুটি ফুটবল মাঠ এঁটে যাবে”, জানালেন নমো।

এক নজরে INS বিক্রান্ত —

INS Vikrant 2022 Live: PM Modi Inaugurates India's Largest Ship 

* কোচি শিপ ইয়ার্ডে একেবারে দেশীয় প্রযুক্তিতে তৈরি হয়েছে এই বিমানবাহী রণতরী
* দৈর্ঘ্য ১৬২ মিটার, প্রস্থ ৬২ মিটার, উচ্চতা ৫৯ মিটার
* ৫০০০ ঘর আলোকিত হবে, এতো পরিমাণ বিদ্যুৎ উৎপাদনে সক্ষম
* বিশালায়তন জায়গা, ঢুকে যেতে পারে ২টো ফুটবল গ্রাউন্ড
* রণতরীতে ওঠানামা করতে পারবে মিগ-২৯-এর মতো যুদ্ধবিমান
* ৩০টি যুদ্ধবিমানকে পরিচালনা করতে সক্ষম
* রণতরীতে রয়েছে ২৩০টি ঘর, একসঙ্গে থাকতে পারবেন ১৭০০ জন
* সর্বোচ্চ গতি ২৮ নট
* ওজন ৪০ হাজার টন

Published on: Sep 02, 2022 03:56 PM