IS Terrorist in West Bengal: চাকরি নিয়ে দিল্লি গিয়ে দু’জনকে নিকেশের ভাবনা, কী প্ল্যানিং ছিল IS মডিউলদের?
ISIS Terrorist in India: একটি বেসরকারি সংস্থায় কাজ পেয়েছিলেন, এ মাসের শেষেই দিল্লি যাওয়ার ভাবনা ছিল সাদ্দামের। বেশ কয়েকটি টেলিগ্রাম চ্যানেলে যুক্ত ছিলেন সাদ্দাম...
কলকাতা: বঙ্গে কি জাল বিছিয়ে ফেলেছে জঙ্গি সংগঠনগুলো? সাদ্দাম ও সৈয়দের গ্রেফতারির পর থেকেই দানা বাঁধছে এই প্রশ্নই। বাংলার পর এবার মিলল দিল্লি যোগের হদিশও! IS মডিউলের প্রচারে নাকি রাজধানীতে হামলার কৌশল ছিল, এমনই ভয়াবহ প্ল্যানের খবর সামনে এনেছে তদন্তকারীরা।
দিল্লিতে নিশানায় ছিল এক বিশেষ ব্যক্তি। ‘শিকার’কে নজরে রাখতে ও আগাম রেইকি করতে চাকরি নিয়ে দিল্লিতে যাওয়ার পরিকল্পনা ছিল সাদ্দামের। একটি বেসরকারি সংস্থায় কাজও পেয়েছিলেন। জানুয়ারির শেষেই দিল্লি যাওয়ার ভাবনা ছিল সাদ্দামের। বেশ কয়েকটি টেলিগ্রাম চ্যানেলে যুক্ত ছিলেন সাদ্দাম, আর সেইসব চ্যানেল থেকেই আরও IS হ্যান্ডলারের খোঁজ মিলেছে, জানাচ্ছেন গোয়েন্দারা।
বাংলায় যুবক-যুবতীদের মগজধোলাই করার কাজে লেগে পড়েছিলেন সাদ্দাম। এই কাজে সাদ্দামকে সমর্থন করছিলেন কুরেশি, জানাচ্ছেন গোয়েন্দারা। টেলিগ্রাম মারফত অন্যান্যদের সঙ্গে যোগাযোগ রেখে নতুন সদস্যদের বিদেশে আইএস প্রশিক্ষণ শিবিরে পাঠানোর ভাবনা ছিল সাদ্দামের। সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? কোন বড় নাশকতার ছক কষছে মডিউলরা?