Bolpur News: আবার সোনার দোকানে চুরি!
এবার সোনার দোকানে চুরির ঘটনা ঘটলো বীরভূমে। দোকানের পিছনের শাটার ভেঙে সোনার দোকানের মেন দরজা কেটে ভেতরে প্রবেশ করে চোর। প্রায় পাঁচ লক্ষ টাকার বেশি চুরি গেছে সোনা ও রুপোর গহনা। ঘটনাটি ঘটেছে বোলপুর থানার সিয়ান গ্রামে।
এবার সোনার দোকানে চুরির ঘটনা ঘটলো বীরভূমে। দোকানের পিছনের শাটার ভেঙে সোনার দোকানের মেন দরজা কেটে ভেতরে প্রবেশ করে চোর। প্রায় পাঁচ লক্ষ টাকার বেশি চুরি গেছে সোনা ও রুপোর গহনা। ঘটনাটি ঘটেছে বোলপুর থানার সিয়ান গ্রামে। বোলপুর, নানুর রাস্তার উপর সোনার দোকান। গতকাল রাতে দোকানের পিছনের শাটার ভেঙে ভেতরে ঢুকে চুরি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বোলপুর থানার পুলিশ। তবে সোনা অল্প পরিমাণে চুরি হলেও রুপোর গহনার পরিমাণ ছিল প্রচুর। দোকানের মেন ভলটি ভাঙতে পারেনি। ঘটনার তদন্ত শুরু করেছে বোলপুর থানার পুলিশ। বারবার চুরির ঘটনা বেড়েই চলেছে বোলপুরে। আর এর ফলে আতঙ্কিত হয়ে পড়ছেন ব্যবসায়ীরা। আদেও কতটা ব্যবসার ক্ষেত্রে নিরাপত্তা, তা নিয়ে উঠছে প্রশ্ন।
Latest Videos