Ghatal News: হাসপাতালে নেই স্যালাইন!

Ghatal News: হাসপাতালে নেই স্যালাইন!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Sep 04, 2023 | 6:12 PM

সরকারি হাসপাতালে অমিল স্যালাইন, রোগীবাঁচাতে রোগীর পরিজন দের দোকান থেকে চড়া দামে কিনতে হচ্ছে স্যালাইন। পশ্চিম মেদিনিপুর জেলার চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালের এমনি ঘটনা। গ্রামীন হাসপাতাল গুলিতে প্রতিদিন চিকিৎসার জন্য আসে শয়ে শয়ে রোগীরা। কিন্তু টানা কয়েক দিন ধরে অমিল রয়েছে স্যালাইন পরিষেবা।

সরকারি হাসপাতালে অমিল স্যালাইন, রোগীবাঁচাতে রোগীর পরিজন দের দোকান থেকে চড়া দামে কিনতে হচ্ছে স্যালাইন। পশ্চিম মেদিনিপুর জেলার চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালের এমনি ঘটনা। গ্রামীন হাসপাতাল গুলিতে প্রতিদিন চিকিৎসার জন্য আসে শয়ে শয়ে রোগীরা। কিন্তু টানা কয়েক দিন ধরে অমিল রয়েছে স্যালাইন পরিষেবা। ইমের্জেন্সি বিভাগে থাকা চিকিৎসকরা রোগীর প্রয়োজন মতো রোগীর পরিজনদের লিখে দিচ্ছেন স্যালাইনের কথা। রোগীবাঁচাতে দোকানে ছুটছেন রোগীর পরিজনেরাও। কিনে আনা স্যালাইন দেওয়া হচ্ছে রোগীদের,আর এতেই ক্ষুব্ধ রোগীর পরিজনেরা। চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও তার পরিজনদের অভিযোগ সরকারি হাসপাতালে পাওয়ার কথা যে স্যালাইন, সেই স্যালাইন কিনা কিনে আনতে হচ্ছে দোকান থেকে। এ বিষয়ে চন্দ্রকোনা গ্রামীন হাসপাতালের বি এম ও এইচ স্বপ্নলিন মিস্ত্রি বলেন,আগের লটে যে স্যালাইনটি এসেছিল তাতে কিছু সমস্যা ধরা পড়েছে,তাই সেই স্যালাইন রোগীদের দেয়া হচ্ছে না, পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ল্যাবে, জেলাতে বিভিন্ন জায়গায় এই সমস্যাটি দেখা দিয়েছে।দ্রুত সমস্যা মিটে যাবে।