Kanchenjunga Hill: দেখা মিলল ঘুমন্ত বুদ্ধের

Kanchenjunga Hill: দেখা মিলল ঘুমন্ত বুদ্ধের

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jul 31, 2023 | 4:25 PM

ফের ঘুমন্ত বুদ্ধের অপরূপ দৃশ্যর দেখা মিলছে ধূপগুড়ি থেকে। কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য দেখতে সাধারণ মানুষ, পর্যটকদের ভিড় বিভিন্ন জায়গায়।

ফের ঘুমন্ত বুদ্ধের অপরূপ দৃশ্যর দেখা মিলছে ধূপগুড়ি থেকে।কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য দেখতে সাধারণ মানুষ, পর্যটকদের ভিড় বিভিন্ন জায়গায়। সোমবার ডুয়ার্সের আকাশ পরিষ্কার তাই কাঞ্চনজঙ্ঘা অপরূপ দৃশ্য দেখা মিলল ধূপগুড়ির বিভিন্ন জায়গায় থেকে। আর তাই কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য উপভোগ করতে ধূপগুড়ি শহরের বিভিন্ন প্রান্তে ভিড় জমিয়েছেন শহরবাসী। কেউ মোবাইল নিয়ে কেউ বা আবার ক্যামেরা নিয়ে সেই দৃশ্য ক্যামেরা বন্দি করছেন। জুলাই মাসে এইভাবে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য দেখা মিলবে তা ভাবতেই পারছেন না পরবাসী থেকে পর্যটকেরা। গত বছর নভেম্বরের শুরুতে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য দেখা মিলেছিল ডুয়ার্সের বিভিন্ন জায়গা থেকে। তবে এবার এত আগে থেকেই কাঞ্চনজঙ্ঘার অপরাধ দৃশ্য দেখা মেলায় খুশি পর্যটক থেকে শুরু করে সাধারণ মানুষ। এখন আর কাঞ্চনজঙ্গা দেখতে দার্জিলিং যেতে হচ্ছে না। উত্তরবঙ্গের বেশকিছু জেলা থেকে দেখতে পাওয়া যাচ্ছে , তবে এবার জুলাই মাসের শেষ থেকেই ধূপগুড়ি শহর ডুয়ার্সের বিভিন্ন প্রান্ত থেকে কাঞ্চনজঙ্ঘা অপরূপ দৃশ্য দেখা মিলছে, আর তা ক্যামেরাবন্দি করেছেন ডুয়ার্স বাসী। আজ ভোর থেকে রোদ ঝলমলে মেঘমুক্ত আকাশ হওয়ায় কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য ডুয়ার্সের বিভিন্ন প্রান্ত থেকে দেখা যাচ্ছে। ঘুরতে আসা পর্যটকরা বিভিন্ন নদীর ধারে এবং ফাঁকা জায়গায় থেকে সেই ছবি মনোরম দৃশ্য ক্যামেরা বন্দি ও মোবাইলে ধরে রাখতে ভিড় জমিয়েছেন। কাঞ্চনজঙ্ঘার দেখা মিলছে ধূপগুড়ি, বানারাহাট সহ বিভিন্ন এলাকা থেকেও যার ফলে খুশি সাধারণ মানুষ থেকে পর্যটকেরা। হরিদাস চন্দ্র রায় ধূপগুড়ির বাসিন্দা বলেন, কাঞ্চনজঙ্গা পাহাড় কে ধূপগুড়ির টুকলিমারী গ্রাম থেকে দেখা যাবে এটা কখনো ভাবি নি। খুব আনন্দ হচ্ছে প্রচুর মানুষ আসছে ছবি তুলছে পাহাড়ের।