Karan Johar: করনের একতরফা প্রেম
একতরফা ত্রিকোণ প্রেমের ছবি ২০১৬র 'অ্যায় দিল হ্যায় মুশকিল'। করন জোহর নিজের জীবনকে প্রতিফলিত করেন এই ছবিতে। করনের জীবনেও এসেছিল এ রকমই একতরফা প্রেম। সেই 'ওয়ান সাইডেড লাভ' এর জন্য ব্যয় করেন জীবনের ৭ থেকে ৮টি বছর। সেই প্রেম নিয়ে মুখ খুললেন করন জোহর।
একতরফা ত্রিকোণ প্রেমের ছবি ২০১৬র ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’। করন জোহর নিজের জীবনকে প্রতিফলিত করেন এই ছবিতে। করনের জীবনেও এসেছিল এ রকমই একতরফা প্রেম। সেই ‘ওয়ান সাইডেড লাভ’ এর জন্য ব্যয় করেন জীবনের ৭ থেকে ৮টি বছর। সেই প্রেম নিয়ে মুখ খুললেন করন জোহর।
তিনি জানালেন না পাওয়া সেই সম্পর্ক কোথাও রয়ে গেছে তাঁর ইকোসিস্টেম হয়ে। যেন তাঁর পরিবারেরই একটি অংশ হয়ে গেছে তা। যাকে করন নিঃস্বার্থভাবে ভালবাসেন তিনি এই ইন্ডাস্ট্রির কেউ নন। ছবির প্রয়োজনে দেখাতে হয়েছিল তিনি মারা যাচ্ছেন। তবে স্ক্রিপ্টের সেই অংশটি লিখতে গিয়ে বেশ বেগ পেতে হয় করন জোহরকে। জোহর বলছেন এখনকার জেনারেশনে যারা ডেটিং অ্যাপে সঙ্গী খোঁজেন তাঁরাও তো সত্যিকারের ভালবাসেন। যদিও সেই ভালোবাসাও একতরফাই। করনের ‘রকি অউর রানি কি প্রেম কাহিনী’ মুক্তি পেয়েছে সম্প্রতি। ত্রিকোণ প্রেমের ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিলে’ অভিনয় করেন ঐশ্বর্য রাই বচ্চন,অনুষ্কা শর্মা ও রণবীর কাপুর।