Lata Magenskar: লতা হতে চাননি লতা
নাম গুম জায়গা, চেহেরা ইয়ে বদল জায়গা, মেরে আওয়াজ হি পেহচান হ্যায়, গর ইয়াদ রহে'। 'ওয়াক্ত কি সিতম কম হাসি নেহি, আজ হ্যায় ইঁয়াহা কাল কহিঁ নেহি'। ভারতের নাইটিঙ্গেল লতা মঙ্গেশকরের বহুশ্রুত গানের লাইন। লতার ৯৪তম জন্মদিন উদযাপিত হল ২৮ সেপ্টেম্বর। করোনায় প্রয়াত এই প্রখ্যাত সংগীত শিল্পীকে জাভেদ আখতার একবার প্রশ্ন করেন।
‘নাম গুম জায়গা, চেহেরা ইয়ে বদল জায়গা, মেরে আওয়াজ হি পেহচান হ্যায়, গর ইয়াদ রহে’। ‘ওয়াক্ত কি সিতম কম হাসি নেহি, আজ হ্যায় ইঁয়াহা কাল কহিঁ নেহি’। ভারতের নাইটিঙ্গেল লতা মঙ্গেশকরের বহুশ্রুত গানের লাইন। লতার ৯৪তম জন্মদিন উদযাপিত হল ২৮ সেপ্টেম্বর। করোনায় প্রয়াত এই প্রখ্যাত সংগীত শিল্পীকে জাভেদ আখতার একবার প্রশ্ন করেন। পরজন্মে কি আবার লতা মঙ্গেশকর হয়েই ফিরে আসতে চান এই পৃথিবীতে। মৃদুভাষী লতা স্পষ্ট উত্তর দিয়েছিলেন, ‘পুনর্জন্ম না হলেই ভাল’। ‘আমি লতা হয়ে জন্মাতে চাই না’ ।
‘লতা মঙ্গেশকরের যন্ত্রণা লতা মঙ্গেশকরই জানেন’। তবে কি তার মনের মধ্যে ছিল কোনও অব্যক্ত যন্ত্রণা,কোনও আক্ষেপ,কোনও ক্ষোভ? আসলে সাফল্যের সিঁড়ি বেয়ে একজন মানুষ যখন শিখরের দিকে উঠতে থাকেন। নিজের অজান্তেই তিনি হয়ে পড়েন নিঃসঙ্গ। মানবিক দুঃখ, কষ্ট, কান্না গুলি চাপা দিতে হয় মনের মধ্যেই। বিনোদন দিতে গিয়ে সারাক্ষণ মুখের ওপর ঝুলিয়ে রাখতে হয় হাসি। তা বলে সেই হাসির আড়ালে যন্ত্রণাগুলো মুখ লুকিয়ে থাকবে না তা কি হয়! কোথাও হয়তো স্বাভাবিক জীবনটাকে তাঁরা ফিরে পেতে চান। তাই বোধহয় লতা মঙ্গেশকর চাননি স্টারডমে ভরপুর আরও একটা পুনর্জন্ম। ফিরে পেতে চাননি কোটি কোটি মানুষের ভালোবাসায় ভরা একটা সাঙ্গীতিক জীবন।