Lucky Plant: এই গাছ লাগালেই মিটবে অর্থকষ্ট

Lucky Plant: এই গাছ লাগালেই মিটবে অর্থকষ্ট

TV9 Bangla Digital

| Edited By: সুপ্রিয় ঘোষ

Updated on: May 22, 2023 | 4:03 PM

অনেক মানুষের বাড়ি সাজাতে ভালবাসেন। বাড়িতে সুখ পেতে হলে মানতে হবে বাস্তুনিয়ম। ব্যাম্বু প্ল্যান্টের চারা রোপণ শুভ,ফেং শুই অনুসারে। এই গাছে গুরুত্বপূর্ণ ৫টি উপাদান আছে। নানা সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এই গাছ লাগালে। টাকা-পয়সা আসার সুযোগ থাকে। ব্যাম্বু প্ল্যান্ট বাড়িতে রাখা শুভ।

অনেক মানুষের বাড়ি সাজাতে ভালবাসেন। বাড়িতে সুখ পেতে হলে মানতে হবে বাস্তুনিয়ম। ব্যাম্বু প্ল্যান্টের চারা রোপণ শুভ,ফেং শুই অনুসারে। এই গাছে গুরুত্বপূর্ণ ৫টি উপাদান আছে। নানা সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এই গাছ লাগালে। টাকা-পয়সা আসার সুযোগ থাকে। ব্যাম্বু প্ল্যান্ট বাড়িতে রাখা শুভ। এই গাছের ডালগুলো বেঁধে রাখা হয়। কোন ব্যক্তি সমস্যায় পরলে এই গাছ লাগাতে হবে । ধন-সম্পদ পেতে হলে ৮টি ডাল সহ ১টি চারা গাছ রোপণ করতে হবে। সৌভাগ্য ফেরাতে হলে ৯টি ডাল সহ চারা লাগাতে হবে। ফেং শুই অনুসারে, বাঁশ গাছ লাগালে । বাস্তুমতে, বাঁশ গাছ লাগালে বাড়িতে সুখ আসে। বাঁশ গাছ বাড়ির পূর্ব দিকে লাগালে বাড়ির সদস্যদের দীর্ঘায়ু হয়। বাঁশ গাছ উপহার দিলে অত্যন্ত শুভ।