Maharaja Express News: ট্রেন নাকি রাজমহল!

Maharaja Express News: ট্রেন নাকি রাজমহল!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Aug 13, 2023 | 5:28 PM

ট্রেন নাকি রাজমহল! ভারতীয় রেলের ৫টি এমন ট্রেন আছে যা জাঁকজমকে রাজপ্রাসাদকেও হার মানাবে। মহারাজা এক্সপ্রেস রাজস্থান ও মধ্যপ্রদেশের ১২টি জায়গা ঘোরায় এই ট্রেন। ৩ রাত্রি ৪দিনে ডিলাক্স কেবিনের ভাড়া ২লাখ ৮০ হাজার টাকা।

ট্রেন নাকি রাজমহল! ভারতীয় রেলের ৫টি এমন ট্রেন আছে যা জাঁকজমকে রাজপ্রাসাদকেও হার মানাবে। মহারাজা এক্সপ্রেস রাজস্থান ও মধ্যপ্রদেশের ১২টি জায়গা ঘোরায় এই ট্রেন । ৩ রাত্রি ৪দিনে ডিলাক্স কেবিনের ভাড়া ২লাখ ৮০ হাজার টাকা। প্রেসিডেন্সিয়াল স্যুটের ভাড়া সাড়ে ১০ লক্ষ টাকা। রুট – নতুন দিল্লি থেকে জুয়পুর, চিতোরগড়, উদয়পুর,জয়সালমির, যোধপুর, ভরতপুর, আগ্রা, খাজুরাহো। যাত্রীদের দেখানো হয় হাতির পোলো ম্যাচ। ট্রেনের অন্দরসজ্জা রাজপ্রাসাদের চেয়ে কম নয়। রয়্যাল রাজস্থান অন হুইলস ৮রাত্রি ৭ দিনে ডিলাক্স কেবিনের ভাড়া জনপ্রতি ৪,৮৮,২৮০ টাকা। রাজস্থানের বিভিন্ন শহরাঞ্চলে ভ্রমণ। দ্য গোল্ডেন চ্যারিয়ট ৭ রাত্রির ভাড়া ১,৮২,০০০ টাকা। গোয়া, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু ও পন্ডিচেরি হয়ে ঘোরে এই ট্রেন। ট্রেনে আছে বার, রেস্তোরাঁ, হাসপাতাল, স্পা। জঙ্গল, জলপ্রপাতের মধ্যে দিয়ে ট্রেনের যাত্রাপথ। ডেকান ওডিসি মহারাষ্ট্রের এই ট্রেনের ভাড়া। ডিলাক্স কেবিন ৪,৭৬,৮৬৯ টাকা। প্রেসিডেন্সিয়াল স্যুট ১০,৩২,৪৫০ টাকা। অজন্তা ইলোরা, ঔরাঙ্গাবাদ, রত্নাগিরি, সিন্ধুদুর্গ, গোয়া, রত্নাগিরি সহ ১০টি স্থানে ঘোরে এই ট্রেন। যাত্রা শুরু মুম্বই থেকে।