21 July TMC Shahid Diwas: '১ লক্ষ চাকরি হবে...', নিয়োগ নিয়ে একুশের মঞ্চে একগুচ্ছ আশার বাণী শোনালেন মমতা

21 July TMC Shahid Diwas: ‘১ লক্ষ চাকরি হবে…’, নিয়োগ নিয়ে একুশের মঞ্চে একগুচ্ছ আশার বাণী শোনালেন মমতা

আসাদ মল্লিক

|

Updated on: Jul 21, 2022 | 8:49 PM

'দেউচা পাচামির কাজ শুরু হয়ে গিয়েছে। ১ লক্ষ চাকরি হবে ওখানে। ওখানের যুবসমাজ আনন্দে থাকবে। তাজপুর পোর্টে ১২,০০০ কোটি টাকার বিনিয়োগ হচ্ছে। সিলিকন ভ্যালিতে ৫০,০০০ আইটি কর্মী সুযোগ পাবেন ওখানে', মমতার চমকপ্রদ বার্তায় আশার আলো বেকার যুবক-যুবতীদের মনে।

কলকাতা: চাকরি নেই, থাকলেও দুর্নীতির অভিযোগ! গত কয়েকমাস নিয়ে তো এই নিয়েই সরগরম রাজ্য রাজনীতি। একুশের মঞ্চেও বিদ্যমান চাকরি ও নিয়োগ বিতর্ক। বক্তব্যের মাঝে বিজেপি ও বিকাশরঞ্জন ভট্টাচার্যকে বেনজির আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও এর মাঝে একটাই প্রশ্ন বেকার যুবক-যুবতীদের মনে, রাজনৈতিক তর্জা হলেও চাকরি কই? আদতে চাকরি দেবে কে?

সামনে পঞ্চায়েত ভোট, তারপর লোকসভা। ধর্মতলায় ২১ জুলাইয়ের মঞ্চে তাই শুরু থেকেই নিয়োগ ইস্যুতে জোর দিলেন তৃণমূল সুপ্রিমো। ‘দেশে ৪৫% বাড়লেও বাংলায় ৪০% কমেছে বেকারত্বের হার’, মন্তব্য মমতার। দেউচা-পাচামি থেকে তাজপুর বন্দর, আসানসোল সেল গ্যাস থেকে নিউটাউনের সিলিকন ভ্যালি, কত চাকরি হবে বাংলায়, ধরে ধরে ফিরিস্তি দিলেন স্বয়ং মমতা।

‘দেউচা পাচামির কাজ শুরু হয়ে গিয়েছে। ১ লক্ষ চাকরি হবে ওখানে। ওখানের যুবসমাজ আনন্দে থাকবে। তাজপুর পোর্টে ১২,০০০ কোটি টাকার বিনিয়োগ হচ্ছে। সিলিকন ভ্যালিতে ৫০,০০০ আইটি কর্মী সুযোগ পাবেন ওখানে’, মমতার চমকপ্রদ বার্তায় আশার আলো বেকার যুবক-যুবতীদের মনে।

প্রাথমিক নিয়োগ নিয়েও বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ‘আদালতে মামলা চলছে বলে আটকে আছে ১৭,০০০ শিক্ষক পোস্টে নিয়োগ’, জানালেন তিনি। ‘বিকাশে’র বিপরীত জানতে চেয়ে বাম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্যকে বিঁধলেন মমতা।

একুশের মঞ্চ থেকে সিপিএমকেও বেনজির আক্রমণ মমতার। ‘আমার একটা নির্দিষ্ট প্রস্তাব আছে, তদন্ত কমিটির চেয়ারপার্সন উনি নিজেই হোন। আসলে পাগলাগারদে ওনার জায়গা হওয়া উচিত’, মমতাকে সরাসরি তোপ বিকাশরঞ্জনের। ‘উনি কেন কোর্টে যাচ্ছেন না? ওনার ক্ষমতা থাকলে উকিলদের নিয়ে যান’, সাফ বার্তা সুকান্ত মজুমদারের। ‘যে তথ্যগুলো উনি দেন, ওগুলো মনে হয় মমতা পাঁচালি থেকে নেন’, কটাক্ষ দিলীপ ঘোষের। রাজনৈতিক তর্জা তো চলছেই, চাকরি কি হবে? আশায় এখনও বুক বাঁধছেন, তবে প্রশাসনের ওপর থেকে যে ভরসা হারাচ্ছেন যুবসমাজের একাংশ, তা বেশ স্পষ্ট।