Basirhat Murder Case: পূর্ব পরিচিত যুবকের হাতে খুন কুখ্যাত দুষ্কৃতী

Basirhat Murder Case: পূর্ব পরিচিত যুবকের হাতে খুন কুখ্যাত দুষ্কৃতী

TV9 Bangla Digital

| Edited By: অংশুমান গোস্বামী

Updated on: Jul 20, 2023 | 5:59 PM

মৃতের আত্মীয় সালমা বিবি ও পরিবারের দাবি, দীর্ঘদিন এলাকা দখল নিয়ে জিয়ারুল গাজীর সঙ্গে হাকিমের গন্ডগোল চলছিল। তার জেরেই এই খুন। মৃত জিয়ারুল গাজীর বিরুদ্ধে জেলা ও রাজ্যের বিভিন্ন থানায় একাধিক খুন, ছিনতাই, ডাকাতি ও রাহাজানি অভিযোগ রয়েছে।

বসিরহাট মহকুমার বসিরহাট থানার শাঁকচূড়া-বাগুন্ডি গ্রাম পঞ্চায়েতের বাঁশঝাড়ি গ্রামের ঘটনা। বছর ৩৭ এর জিয়ারুল গাজীকে বৃহস্পতিবার ভোররাতে গুলি করে খুন করা হয়। পরিবারের অভিযোগ, তার কাছের সঙ্গী হাকিম তাকে খুন করেছে। রাতে হাকিম জিয়ারুল গাজীর শ্বশুর বাড়িতে যায়। তারপর একসঙ্গে বেশ কিছুক্ষণ গল্প গুজব করে তারা। হঠাৎই কোমর থেকে পিস্তল বের করে পরপর দুটো গুলি চালায় হাকিম। ঘটনায় হকচকিয়ে গিয়ে পরিবারের লোকজন পুলিশকে খবর দেয়। গুরুতর জখম অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। মৃতের আত্মীয় সালমা বিবি ও পরিবারের দাবি, দীর্ঘদিন এলাকা দখল নিয়ে জিয়ারুল গাজীর সঙ্গে হাকিমের গন্ডগোল চলছিল। তার জেরেই এই খুন। মৃত জিয়ারুল গাজীর বিরুদ্ধে জেলা ও রাজ্যের বিভিন্ন থানায় একাধিক খুন, ছিনতাই, ডাকাতি ও রাহাজানি অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে পুলিশ তাকে খুঁজছিল। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয়েছে।

Published on: Jul 20, 2023 04:31 PM