Poison in Pond: হিংসার বলি ৭ কুইন্টাল মাছ!

সাগর বিধানসভার পর এবার রায়দিঘি বিধানসভা। ভোট পরবর্তী হিংসায় এবার বিজেপি প্রার্থীর পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলার অভিযোর উঠল দক্ষিণ ২৪ পরগনা জেলার রায়দিঘির কঙ্কনদিঘি এলাকায়।

Follow Us:
| Edited By: | Updated on: Jul 20, 2023 | 5:59 PM

সাগর বিধানসভার পর এবার রায়দিঘি বিধানসভা। ভোট পরবর্তী হিংসায় এবার বিজেপি প্রার্থীর পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলার অভিযোর উঠল দক্ষিণ ২৪ পরগনা জেলার রায়দিঘির কঙ্কনদিঘি এলাকায়। মথুরাপুর দু’নম্বর ব্লকের কঙ্কনদিঘি গ্রাম পঞ্চায়েতের ২৪৬ নম্বর বুথের আড়িয়াপাড়া এলাকার বিজেপি প্রার্থী ছিলেন সুপর্ণা মন্ডল। গতকাল সকাল থেকে মন্ডল বাড়ির পুকুরে রুই, কাতলা সহ বিভিন্ন মাছ মরে ভেসে উঠতে থাকে। প্রায় ৭ কুইন্ঠালের বেশী মাছ মরেছে বলে অভিযোগ ওই বিজেপি প্রার্থীর। ফলে ক্ষতির আনুমানিক মূল্য প্রায় দেড় লক্ষ টাকার বেশি বলে অনুমান করছেন তিনি। ভোটের দাঁড়ানোর পর থেকে তৃণমূলের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ তুলেছিলেন বিজেপির কর্মী সমর্থকরা। স্বাভাবিকভাবে পুকুরে বিষ ঢালার অভিযোগও তৃণমূলের বিরুদ্ধেই তোলা হয়েছে। তবে ওই বুথ থেকে জয়ী তৃণমূল প্রার্থী পুষ্পিতা মাঝি অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, এই কাজের সঙ্গে তৃণমূল কোনোভাবেই জড়িত নয়। বিজেপির প্রার্থী হলেও উনি আমার সম্পর্কে বৌমা হন। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের শাস্তি চাই। আজ সকালে ঘটনার প্রতিবাদে এলাকায় বিক্ষোভ দেখান বিজেপির কর্মী সমর্থকেরা। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়ন করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে রায়দিঘি থানার পুলিশ।