Murshidabad BJP: বিজেপি কর্মীকে হামলা সিপিআইএমের

Murshidabad BJP: বিজেপি কর্মীকে হামলা সিপিআইএমের

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jul 27, 2023 | 7:51 PM

দিন দুপুরে বিজেপি কর্মীদের বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠল সিপিআইএম আশ্রীত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে মু্র্শিদাবাদের ইসলামপুর থানার বনমালী ঘাট এলাকায়। অন্তত পাঁচ জন বিজেপি কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠেছে সিপিআইএমের বিরুদ্ধে।

দিন দুপুরে বিজেপি কর্মীদের বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠল সিপিআইএম আশ্রীত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে মু্র্শিদাবাদের ইসলামপুর থানার বনমালী ঘাট এলাকায়। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকায় বিশাল পুলিশ বাহিনী পৌঁছেছে। এই ঘটনায় পাঁচ জন বিজেপি কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠেছে সিপিআইএমের বিরুদ্ধে। তাদের মধ্যে তিনজনকে তড়িঘড়ি গোধনপাড়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে। ওই হামলার ঘটনায় রবীন্দ্র মন্ডল নামের একজন বিজেপি কর্মী গুরুতরভাবে জখম হয়েছে বলে জানা গিয়েছে। তাকে শারা শরীরে কোপানো হয়েছে। পরে গোধনপাড়া গ্রামীণ হাসপাতাল থেকে তাকে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সুত্র মারফত জানা গেছে, পঞ্চায়েত ভোটের আগে থেকেই ওই বিজেপি কর্মীদের হুমকি দেওয়া হচ্ছিল। ওই এলাকায় বিজেপি প্রার্থী ১৫ ভোটে হেরে যায়। তারপর থেকেই সিপিআইএমের লোকজন লাগাতার শাসানি,হুমকি দিত বলে জানান আহত বিজেপি কর্মীদের পরিবারের সদস্যরা। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে সিপিআইএম নেতৃবৃন্দ।