Migrant Labourer Death: হায়দরাবাদে মৃত্যু এ রাজ্যের শ্রমিকের

Migrant Labourer Death: হায়দরাবাদে মৃত্যু এ রাজ্যের শ্রমিকের

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jul 27, 2023 | 7:08 PM

ভিন রাজ্যে কাজে গিয়ে অস্বাভাবিক মৃত্যু পরিযায়ী শ্রমিকের। মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার খোষালপুর ইটভাটা সংলগ্ন এলাকা থেকে মাস তিনেক আগে হায়দারাবাদে কাজ করতে গিয়েছিলেন ২৭ বছরের রাজিবুল। এক বহুতলে কাজ করতে গিয়ে দেওয়াল চাপা পড়েছিলেন।

ভিন রাজ্যে কাজে গিয়ে অস্বাভাবিক মৃত্যু পরিযায়ী শ্রমিকের । আর এবার মৃত্যু ঘটেছে হরিহরপাড়া থানার খোষালপুর ইটভাটা সংলগ্ন এলাকার বছর ২৭ এর রাজিবুল শেখ নামের এক যুবকের। পরিবার সূত্রে খবর রুজি রোজগারের টানে মাস তিনেক আগে এই প্রথম হায়দারাবাদে কাজে গিয়েছিলেন রাজিবুল,সেখানে রাজমিস্ত্রি কাজ করতেন তিনি এদিন বহুতলের উপরে কাজ করছিলেন সেই সময় দেওয়াল চাপা পড়ে আহত হন বেশ কয়েকজন যুবক, আহত যুবকদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়, সেখানে রাজিবুলের অবস্থা অবনতির দিকে ছিল প্রায় ১৩ দিন মৃত্যুর সঙ্গে যুদ্ধ করে অবশেষে চিকিৎসাধীন অবস্থায় গত ২৩ শে জুলাই সকাল দশটা নাগাদ মৃত্যু হয় রাজিবুলের। অবশেষে অপেক্ষার পর আজ ২৭ সে জুলাই দুপুরে রাজিবুলের কফিনবন্দি নিথর মৃতদেহ বাড়িতে এসে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা। গ্রামের লোকজন রাজিবুলের মৃতদেহ দেখতে ভিড় জমাচ্ছেন। রাজিবুলের বাবা বলেন বাড়িতে রেখে গেল তিন সন্তান অভাবের সংসার নুন আনতে পান্তা ফুরায় কিভাবে আমাদের এই সংসার চলবে বুঝে উঠতে পারছিনা,এই কথা বলে কান্নায় ভেঙে পড়লেন তার বাবা ,সরকারি সাহায্যের আর্জি জানিয়েছেন পরিবারের সদস্যরা।