Draupadi Murmu in Kolkata: কলকাতায় দ্রৌপদী মুর্মু, সুকান্ত-শুভেন্দুর সঙ্গে ঘুরে দেখলেন বিবেকানন্দের জন্মভিটে

Draupadi Murmu in Kolkata: কলকাতায় দ্রৌপদী মুর্মু, সুকান্ত-শুভেন্দুর সঙ্গে ঘুরে দেখলেন বিবেকানন্দের জন্মভিটে

TV9 Bangla Digital

| Edited By: নির্ণয় ভট্টাচার্য্য

Updated on: Jul 12, 2022 | 4:23 PM

এই রাজ্যের বিজেপির শীর্ষ নেতা, সাংসদ, বিধায়কদের সঙ্গে বৈঠক করার কথা আছে তাঁর। মনে করা হচ্ছে, শীর্ষ নেতৃত্বের কাছে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে ভোট প্রার্থনা করতে পারেন দ্রৌপদী

কলকাতা: সোমবার সন্ধ্যেতেই কলকাতায় পৌঁছান এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু। আজ তিনি কলকাতায় স্বামী বিবেকানন্দের জন্মভিটে ঘুরে দেখেন। তাঁর এই সফরে সঙ্গে ছিলেন রাজ্য বিজেপি সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার, বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপি-র রাজ্য সাধারণ সম্পাদক তথা আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পল। সেখানে উপস্থিত ছিলেন উত্তর কলকাতার বিজেপি জেলা সভাপতি কল্যাণ চৌবেও।

মঙ্গলবার দ্রৌপদী মুর্মু ৯টার পরে সিমলা স্ট্রীটে স্বামী বিবেকানন্দের বাড়িতে পৌঁছন। সেখানে তিনি স্বামীজির মূর্তিতে মাল্যদান করেন। সেখান থেকে দ্রৌপদী চলে যান বাইপাসের ধারের একটি পাঁচতারা হোটেলে। জানা গিয়েছে, সেখানে এই রাজ্যের বিজেপির শীর্ষ নেতা, সাংসদ, বিধায়কদের সঙ্গে বৈঠক করার কথা আছে তাঁর। মনে করা হচ্ছে, শীর্ষ নেতৃত্বের কাছে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে সমর্থনের আবেদন করতে পারেন দ্রৌপদী।

এদিন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পল বলেন, “নারীর ক্ষমতায়নের এর চেয়ে ভাল উদাহরণ আর কিছু হতে পারে না। প্রধানমন্ত্রী সব সময় প্রান্তিক, ‘বনবাসী’ মানুষের পাশে থেকেছেন। দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি পদপ্রার্থী করেছেন। সমস্ত মহিলার উচিৎ ওঁর পাশে থাকা।”