Suvendu Adhikari Convoy Accident: কলকাতায় শুভেন্দুর কনভয়ে ট্রাকের ধাক্কা, গ্রেফতার চালক
সোমবার রাত ১১টা নাগাদ ঘটনাটি ঘটেছে কালিকাপুরের সার্ভে পার্কের কাছে। পুলিশের গাড়িতে ধাক্কা মারার পর ওই ট্রাক চালককে হাতেনাতে ধরে ফেলেন বিরোধী দলনেতার নিরাপত্তার দায়িত্বে থাকা জওয়ানরা।
কলকাতা: ১ জুলাইয়ের পর আবার ১১ জুলাই, ১০ দিনের ব্যবধানে পরপর ২ বার দুর্ঘটনার কবলে পড়লেন রাজ্যের বিরোধী দলনেতা। ফের একবার শুভেন্দু অধিকারীর কনভয়ে লরির ধাক্কা। সেবার তমলুক ফেরার পথে তাঁর কনভয়ের একটি স্করপিও গাড়িতে ধাক্কা মেরেছিল পঞ্জাব লরি। আর সোমবার কনভয়ে থাকা একটি পুলিশের গাড়িতে এসে ধাক্কা মারল ট্রাক।
এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, সোমবার রাত ১১টা নাগাদ ঘটনাটি ঘটেছে কালিকাপুরের সার্ভে পার্কের কাছে। পুলিশের গাড়িতে ধাক্কা মারার পর ওই ট্রাক চালককে হাতেনাতে ধরে ফেলেন বিরোধী দলনেতার নিরাপত্তার দায়িত্বে থাকা জওয়ানরা। পরে ওই ট্রাক চালককে গ্রেফতার করে সার্ভে পার্ক থানার পুলিশ। ধৃতের নাম রাম নারায়ণ রাম। তিনি বিহারের বাসিন্দা।
সোমবার রাতে কালিকাপুর থেকে রুবির দিকে যাচ্ছিল শুভেন্দুর কনভয়। ঠিক তখনই পিছন থেকে আসা একটি লরি সজোরে ধাক্কা মারে শুভেন্দুর গাড়ির পেছনে থাকা পুলিশের গাড়িতে। ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া না গেলেও ক্ষতিগ্রস্থ হয় ওই গাড়িটি। ভেঙে গুঁড়িয়ে যায় গাড়ির লুকিং গ্লাস। সঙ্গে সঙ্গেই ট্রাক চালককে হাতেনাতে ধরে ফেলেন শুভেন্দু অধিকারীর নিরাপত্তার দায়িত্বে থাকা জওয়ানরা। এই ঘটনার পরেই অকুস্থলে ছুটে আসেন দুর্ঘটনাস্থলের কাছে থাকা কর্তব্যরত পুলিশকর্মীরা। লরির চালককে আটক করে ব্রেথ অ্যানালাইজার দিয়ে পরীক্ষা করা হয়। দেখা হয় চালক মদ্যপ ছিল কি না।
গত ১ জুলাই পথ দুর্ঘটনার কবলে পড়েছিল শুভেন্দু অধিকারীর কনভয়। কাঁথি থেকে তমলুক যাওয়ার পথে মরিচদায় দুর্ঘটনা ঘটে। তখনও তাঁর গাড়িতে ধাক্কা লাগেনি। এবারও শুভেন্দুর কনভয় পথ দুর্ঘটনার কবলে পড়ে। লরি ধাক্কা মারে কনভয়ে শুভেন্দুর গাড়ির পেছনে থাকা পুলিশের গাড়িতে। কিন্তু তিনি নিরাপদেই রয়েছেন।