Kanyashree Girls: কন্যাশ্রী প্রাপকদের নজির

Kanyashree Girls: কন্যাশ্রী প্রাপকদের নজির

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jul 24, 2023 | 2:33 PM

রাজ্য সড়কের ধারে সবজির দোকানে বসে বুক ফাটা কান্না অসহায় মহিলার। দোকানে যা ছিল সব নিয়ে পালিয়েছে চোরের দল। সোশ্যাল মাধ্যমে জানতে পেরে, মহিলার পাশে এসে দাঁড়ায় কন্যাশ্রী প্রাপক স্কুল পডুয়া মেয়েরা। মহিলার হাতে তুলে দিল ৫ হাজার টাকা নগদ।

স্কুল পড়ুয়া কন্যাশ্রী প্রাপক মেয়েরা নজির সৃষ্টি করল দাসপুরে। নিজেদের জমানো ৫ হাজার টাকা তুলে দিলেন অসহায় সবজি বিক্রেতার হাতে। রাজ্য সড়কের ধারে সবজির দোকানে বসে বুক ফাটা কান্না, অসহায় মহিলার, তার কারণ, সবজির দোকান চালিয়েই সংসার চলে, সেই সবজির দোকানে, হঠাৎ করে চুরির ঘটনা ঘটল, আদা পেঁয়াজ রসুন থেকে যা ছিল দোকানে সব নিয়ে পালিয়েছে চোরের দল। যার আনুমানিক মূল্য প্রায় ৮ হাজার টাকা। এমনকি ওজন করার দাঁড়িপাল্লা টি ও নিয়ে পালিয়েছে চোর। শনিবার সকালে সবজির দোকানে এসে পরিস্থিতি দেখে বুক ফাটা কান্নায় ভেঙে পড়ে মহিলা। স্থানীয়রা জানতে পেরে অনেকেই ছুটে আসেন সান্তনা দেন মহিলাকে। কিন্তু কি করে আবার নতুন করে ব্যবসা শুরু করবে টাকা ই বা আসবে কোথা থেকে চরম দুশ্চিন্তায় পড়ে যায় মহিলা। শেষমেষ সোশ্যাল মাধ্যমে জানতে পেরে, মহিলার পাশে এসে দাঁড়ায় কন্যাশ্রী প্রাপক স্কুল পডুয়া মেয়েরা। মহিলার হাতে তুলে দিল ৫ হাজার টাকা নগদ। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার, দাসপুর থানার রাজনগর এলাকায়, জানাযায় রাজনগর এলাকার প্রদ্যুৎ সেতুর উপর দীর্ঘ কয়েক বছর ধরে, সবজি ব্যবসা করে জীবন যাপন করছিল বিধবা মঞ্জু মাল। এক মাত্র ছেলে স্ত্রীকে নিয়ে, মাকে ছেড়ে থাকেন ভিন রাজ্যে, তাই মঞ্জু নিজের জীবন যাপন করতে সবজি ব্যবসাকে পেশা হিসেবে বেছে নিয়েছিল। আর সেই হতদরিদ্র মঞ্জুর দোকানে চুরির ঘটনায়, দিশেহারা হয়ে পড়ে মঞ্জু। সেই মঞ্জুর পাশেই ত্রাতা হয়ে দাঁড়ালো, কন্যাশ্রী মেয়েরা। ঘটনাস্থল থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে দাসপুরের হাট সড়বেরিয়া বি সি রায় উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা। স্কুলের প্রধান শিক্ষক বৃন্দাবন ঘটক কে নিয়ে হাজির হয়ে যায় শনিবার বিকেল নাগাদ রাজনগর এলাকার মঞ্জুর দোকানে। তারপরে তারা মঞ্জুর সাথে কথা বলে ৫ হাজার নগদ টাকা তুলে দেয় মঞ্জুর হাতে। স্কুল ছাত্রীদের দাবি আগামী দিনেও তারা এই ধরনের অসহায় মানুষের পাশে দাঁড়াবে। আর হঠাৎ করে, স্কুল পড়ুয়া দের কাছ থেকে নগদ টাকা পেয়ে হাসি ফুটলো মঞ্জুর মুখে। কন্যাশ্রীর মেয়েদের এহেনো উদ্যোগে প্রশংসা করল এলাকাবাসী।