Corona Update : বেলাগাম কোভিড, রাজ্যপালদের সঙ্গে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী ও উপ-রাষ্ট্রপতি

কোভিডের আক্রমণে দেশে একদিনে আক্রান্ত ১.৮৪ লক্ষ, মৃত ১,৭০০ জন। অন্যদিকে ১৪ই এপ্রিল থেকে পয়লা মে পর্যন্ত মহারাষ্ট্রে জারি ১৪৪ ধারা। পাশাপাশি রাজ্যে কোভিড-শয্যা বাড়িয়েও স্থান অপ্রতুল। দেশে ফিরছে আগের বছরের পরিযায়ী আতঙ্ক।

| Updated on: Apr 14, 2021 | 12:22 PM

দেশে ক্রমশ বংশবৃদ্ধি করে চলেছে রক্তবীজের বংশ। করোনা (Corona) ভাইরাসের অভিযোজনের জেরে উপস্থিত মহামারীর দ্বিতীয় পর্যায়ের ঢেউ।

কোভিডের (Covid) আক্রমণে দেশে একদিনে আক্রান্ত ১.৮৪ লক্ষ, মৃত ১,৭০০ জন। লাফিয়ে বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যা। কমছে সুস্থতার হার।

পরিস্থিতি মোকাবিলার লক্ষ্যে আজ সন্ধ্যায় রাজ্যপালদের সঙ্গে বৈঠক করতে চলেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ও উপ-রাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু (Venkaiah Naidu)।

অন্যদিকে ১৪ই এপ্রিল থেকে পয়লা মে পর্যন্ত মহারাষ্ট্রে (Maharashtra) জারি ১৪৪ ধারা। পাশাপাশি রাজ্যে কোভিড-শয্যা বাড়িয়েও স্থান অপ্রতুল। দেশে ফিরছে আগের বছরের পরিযায়ী (Migrant Worker) আতঙ্ক।

 

[embedyt] [/embedyt]

Follow Us: