Share Market: ইন্দো -পাক ম্যাচে বাড়বে এই শেয়ারের দাম
Share Market News: দর্শক ছাড়াও বহু দেশের ক্রিকেট সংস্থা, ও স্পনসর ইতিমধ্যে হোটেল বুকিং শুরু করেছেন। ভারত পাকিস্তানের এই ম্যাচের টিকিটের দাম ৩০ হাজার টাকা হতে পারে। এই হাই ভোল্টেজ ম্যাচ।
ভারত-পাক ম্যাচ ১৫ অক্টোবর আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। এই ম্যাচের জন্য ভারতের ম্যাঞ্চেস্টারে ওই সময়ে হোটেল পাওয়া দুষ্কর। হোটেল হাউসফুল অগ্রিম বুকিংয়েই। ৬,০০০ থেকে ১০,০০০ হাজারের মধ্যে ঘর ভাড়া থাকে যে ঘরের। তারই ভাড়া এখন ৫০,০০০। অ্যাডভান্স বুকিংয়ে সবচেয়ে এগিয়ে আইটিসির হোটেল নর্মদা। শেয়ার বাজারে আইটিসির শেয়ার দর সাড়ে চারশোর কাছে। কদিন আগেও এই দাম ছিল ৪৪৪ টাকা। বিশেষজ্ঞদের মত এই দাম আগামী দিনে আরও বাড়বে। শুধু আমেদাবাদ নয় ভারতের অন্য শহরেও দুষ্কর হবে আইটিসির হোটেল। ক্রিকেট বিশ্বকাপের ভেনু শহরে দুর্মূল্য হতে পারে আইটিসির হোটেল ভাড়া। আর এই কারণে শেয়ার বাজার বিশেষজ্ঞরা বলছেন। হুহু করে দাম বাড়বে আইটিসির শেয়ারের। আইটিসি নর্মদা হোটেলের জেনারেল ম্যানেজার কিনান ম্যাকেঞ্জি। তিনি বলছেন ভারত পাকিস্তান ম্যাচের জন্য অগ্রিম বুকিং বেড়েছে। এই ম্যাচ ছাড়াও নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অন্য ম্যাচের জন্যও হোটেল বুকিং শুরু হয়েছে। হোটেল অ্যাসোসিয়েশনের আশা ভাল ব্যবসা হবে বিশ্বকাপে। ভরা থাকবে সব ঘর। দর্শক ছাড়াও বহু দেশের ক্রিকেট সংস্থা, ও স্পনসর ইতিমধ্যে হোটেল বুকিং শুরু করেছেন। ভারত পাকিস্তানের এই ম্যাচের টিকিটের দাম ৩০ হাজার টাকা হতে পারে। এই হাই ভোল্টেজ ম্যাচ।