Sonam Kapoor: ব্রিটেনে আমন্ত্রিত সোনম কাপুর

Sonam Kapoor: ব্রিটেনে আমন্ত্রিত সোনম কাপুর

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: May 02, 2023 | 8:28 PM

এখন থেকে ব্রিটেনের রাজা চার্লস ফিলিপ আর্থার জর্জ। আগামী ৬ মে রাজা হিসেবে অভিষেক হবে ব্রিটেনের নতুন রাজার। এই উপলক্ষে ৭ মে অনুষ্ঠিত হতে চলেছে জমকালো এক অনুষ্ঠান। অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন চলচ্চিত্র এবং সংগীতজগতের বিশ্বখ্যাত তারকারা।

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর ব্রিটেনের সিংহাসনে তৃতীয় চার্লস। তাঁকেই ঘোষণা করা হয়েছে নতুন রাজা হিসেবে।তবে সরকারিভাবে রাজার রাজ্যাভিষেক হবে আগামি ৬মে। তারপর দিন অর্থাৎ ৭ই মে, এই উপলক্ষ্যে জমকালো অনুষ্ঠান আয়োজন করেছে বাকিংহ্য়াম প্যালেস। তারকাখচিত এই অনুষ্ঠানে আমন্ত্রিতদের তালিকায় রয়েছে বহু তারকার নাম। যার মধ্যে রয়েছে হলিউড সুপারস্টার টম ক্রুজের নাম। ভারতের একমাত্র তারকা হিসেবে এই অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছেন অভিনেত্রী সোনম কাপুর। বেশ কয়েকবছর মুম্বই ছেড়ে স্বামী ও সন্তানকে নিয়ে লন্ডনেরই বাসিন্দা বলিউড তারকা।রাজ পরিবারের থেকে এমন অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে আপ্লুত সোনম। তিনি জানান, তাঁর কাছে এই আমন্ত্রণ এক কথায় গর্বের। টম ক্রুজ, সোনম কাপুর ছাড়াও আমন্ত্রিতদের তালিকায় নাম রয়েছে নামজাদা ব্যান্ডেরও।

Published on: May 02, 2023 05:33 PM