AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বিশ্ব ম্যানগ্রোভ বাস্তুতন্ত্র দিবস: বিশেষ প্রতিবেদন

বিশ্ব ম্যানগ্রোভ বাস্তুতন্ত্র দিবস: বিশেষ প্রতিবেদন

TV9 Bangla Digital

| Edited By: শুভঙ্কর চক্রবর্তী

Updated on: Jul 27, 2021 | 7:41 PM

Share

গ্রিন পিস অ্যাক্টিভিস্ট হেহাউ ড্যানিয়েল ননোটো সভা চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

১৯৯৮-এর ২৬ জুলাই ম্যানগ্রোভ এবং জলাভুমির সংরক্ষণের দাবিতে একটি বিশাল প্রতিবাদসভা চলছিল ইক্যুয়েডরের ম্যুইসনিতে। গ্রিন পিস অ্যাক্টিভিস্ট হেহাউ ড্যানিয়েল ননোটো সভা চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তাঁর স্মৃতিতে ইউনেস্কো ২০১৬ থেকে শুরু করে ম্যানগ্রোভ দিবস। জল-জঙ্গল আর বাদাবনে ঘেরা বিশ্বের সর্ববৃহৎ ব-দ্বীপ সুন্দরবন। সুন্দর এই বনে ম্যানগ্রোভ জাতীয় বাস্তুতন্ত্রের কারণেই মূল ভূখণ্ড সমুদ্রের জলোচ্ছ্বাস, ঝড়ঝঞ্ঝা, ঘূর্ণাবর্ত এবং অন্যান্য সামুদ্রিক সমস্যা থেকে সুরক্ষিত থাকে। ম্যানগ্রোভ বা লবণাম্বু উদ্ভিদ একটি বিশেষ বাস্তুতন্ত্র তৈরি করে রাখে। কর্দমাক্ত নোনা জলাভুমি আবাসে পরিণত হয় বহু পোকামাকড়, মাছ, সরীসৃপ কম্বোজ প্রাণী, পাখি এবং স্তন্যপায়ী প্রাণীর। ওই বিপুল সংখ্যক বাস্তুতন্ত্রকে খাদ্যের যোগান দেয় এই ম্যানগ্রোভ জাতীয় অরণ্য। শুধু তাই-ই, নয় প্রতি হেক্টর ম্যানগ্রোভ প্রতিবছরে বিপুল পরিমাণে কার্বন শোষণ করে। অথচ ভাবতে অবাক লাগলেও নির্মম সত্য হল এই যে প্রতিবছর ১ শতাংশেরও বেশি হারে ম্যানগ্রোভ ধ্বংস হয়ে চলেছে গোটা দুনিয়া জুড়ে। আজ আন্তর্জাতিক ম্যানগ্রোভ বাস্তুতন্ত্রের সংরক্ষণ দিবস বা সহজে বলতে গেলে ইন্টারন্যাশনাল ম্যানগ্রোভ ডে।