ফুটে আলু বেচছেন কুমারটুলির প্রতিমা শিল্পী

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: শুভঙ্কর চক্রবর্তী

Updated on: Jul 27, 2021 | 7:33 PM

শোভাবাজার রাজবাড়িতে দুপুর থেকে সেই ক'টা প্রতিমায় হাত দিয়েছেন।

আগে প্রায় কুড়িটার মতো দুর্গা হতো। ২০১৯, ২০২০তে সাত-আটটায় ঠেকল। এই ২১-এ মাত্র ৪টে। তা-ও ছোট-ছোট। শোভাবাজার রাজবাড়িতে দুপুর থেকে সেই ক’টা প্রতিমায় হাত দিয়েছেন। করুণ হাসি হেসে প্রতিমাশিল্পী বলেন , “আমার মতো অনেকের অবস্থাই খারাপ। তারা চক্ষুলজ্জার ভয়ে চুপ করে আছে। আমি লজ্জা শরম বিসর্জন দিয়েছি।” তারপর উঠে দাঁড়ান। পা ফোলা-ফোলা। “বেশিক্ষণ একটানা বসলে কষ্ট হয়,” উত্তর দেন। চশমার কাঁচ কিছুটা ঝাপসা কি? মনে পড়ে গেল, প্রতিমা গড়তে তো ঠায় দাড়িয়েই থাকতে হয়।

Follow us on

Click on your DTH Provider to Add TV9 Bangla