Lok Sabha Election 2024: এমনটা যে হতে পারে তা হয়তো নিজেই আঁচ করতে পাননি স্বস্তিকা মুখোপাধ্যায়

এমনটা যে হতে পারে তা হয়তো নিজেই আঁচ করতে পাননি স্বস্তিকা মুখোপাধ্যায়। কিন্তু হায়, হল ঠিক এমনটাই। শনিবার দুপুরে বোন অজপা মুখোপাধ্যায়কে নিয়ে ভোট দিতে গিয়েও ফিরে আসতে হল তাঁকে। ঘটনায় চূড়ান্ত বিরক্ত অভিনেত্রী। স্বস্তিকার কথায়, “আমার ভোটার কার্ড হারিয়ে গিয়েছে, কিন্তু বোনের তো আছে। গত বছরেও ভোট দিয়েছিল ও। এ দিকে বুথে গিয়ে জানলাম আমাদের নাকি নামই ওঠেনি। এর থেকে বিরক্তিকর আর কী বা হতে পারে?”

Lok Sabha Election 2024: এমনটা যে হতে পারে তা হয়তো নিজেই আঁচ করতে পাননি স্বস্তিকা মুখোপাধ্যায়
| Edited By: | Updated on: Jun 01, 2024 | 11:52 PM

কী বললেন নুসরত?
২০১৯ থেকে ২০২৪– পাঁচটা বছরের বদলে গিয়েছে অনেক কিছুই। গত বছর তিনি নিজেই ছিলেন প্রার্থী। তবে এবার তৃণমূলের টিকিট পাননি নুসরত জাহান। সাধারণের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা গেল তাঁকে। পরেছিলেন সাদামাঠা সালোয়ার। সাধারণের মতো হাতে কালি লাগালেন বসিরহাটের বিদায়ী সাংসদ। ভোট দিয়ে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ভোটদানের উপকারিতা নিয়ে মুখ খুললেও, আর কিছু নিয়েই মুখ খুলতে দেখা গেল না তাঁকে।

রচনার পরিবারে দুঃসংবাদ

গত দু’মাস হুগলির মাটি কামড়ে পড়েছিলেন অভিনেত্রী তথা চলতি লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। অভিনয় জগৎ থেলে নিজেকে কার্যত সরিয়ে মাঠে-ঘাটে নেমে প্রচার করেছেন তিনি। তবে ভোট আবহেই নিদারুণ দুঃসংবাদ তাঁর পরিবারে। হারালেন কাছের মানুষকে। গত বছরেই বাবাকে হারিয়ে কার্যত ভেঙে পড়েছিলেন অভিনেত্রী। এবার মারা গেলেন তাঁর শাশুড়ি মা-ও। সূত্রের খবর দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি।বুথে মানবিক মিমি
সাংসদ থাকুন বা না থাকুন সব সময়ই মানবিক থাকেন মিমি চক্রবর্তী। সেই পরিচয় আরও একবার পাওয়া গেল ভোটের সপ্তম দফায়। ভোট দিতে কসবার সারদা অ্যাকাডেমিতে উপস্থিত হয়েছিলেন তিনি। লম্বা লাইন। লাইনের শেষে এক বৃদ্ধ দাঁড়িয়ে। তাঁকে দেখেই বিদায়ী সাংসদের মন কেঁদে ওঠে। কর্তব্যরত ইন্সপেক্টরকে ডেকে তাঁকে বলতে শোনা যায়, “স্যর, একটু এদিকে আসুন। এখানে এক জন বয়স্ক মানুষ দাঁড়িয়ে। ওঁকে সামনে নিয়ে যান।’’

ভোট দিতে পারলেন না
এমনটা যে হতে পারে তা হয়তো নিজেই আঁচ করতে পাননি স্বস্তিকা মুখোপাধ্যায়। কিন্তু হায়, হল ঠিক এমনটাই। শনিবার দুপুরে বোন অজপা মুখোপাধ্যায়কে নিয়ে ভোট দিতে গিয়েও ফিরে আসতে হল তাঁকে। ঘটনায় চূড়ান্ত বিরক্ত অভিনেত্রী। স্বস্তিকার কথায়, “আমার ভোটার কার্ড হারিয়ে গিয়েছে, কিন্তু বোনের তো আছে। গত বছরেও ভোট দিয়েছিল ও। এ দিকে বুথে গিয়ে জানলাম আমাদের নাকি নামই ওঠেনি। এর থেকে বিরক্তিকর আর কী বা হতে পারে?”

 

ভোট দিয়ে ট্রোলড দর্শনা
সাদা সালোয়ার, হলুদ দোপাট্টা, কালো রোদ চশমা এবং নো মেকআপ লুক নিয়ে ভোট দিতে গিয়েছিলেন অভিনেত্রী দর্শনা বণিক। ভিডিয়ো পোস্ট হতেই দর্শনাকে কটাক্ষ নেটিজ়েনদের। তাঁকে কটাক্ষ করে বলা হয়েছে, “কাকে ভোট দিয়েছেন জানেন তো। ঠিক জায়গায় ভোটটা দিয়েছেন তো”।

মুখ্যমন্ত্রীকে নকল করলেন ঋ
সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়কে মিমিক্রি করেছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেন। কিন্তু অভিনেত্রীর মনে ভয়ও ছিল–তাই ডিসক্লেমার দিয়েছেন অভিনেত্রী ঋ সেন। সেই ডিসক্লেমারে অভিনেত্রী বলেছেন, “আমার সম্মানীয় মানুষটাকে এক্কেবারেই অসম্মান করছি না কিন্তু। একজন পারফর্মার হিসেবে এটাই আমার প্র্যাকটিস”।

ফের কটাক্ষের মুখে পরম-পিয়া
স্বামী পরমব্রত চট্টোপাধ্যায়ের পাশে বসে একটি গান গেয়েছেন পিয়া চক্রবর্তী। সেই গানের ভিডিয়ো পোস্ট করার সঙ্গে-সঙ্গে ভয়ানকভাবে তা ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। অসংখ্য নেটিজ়েন কমেন্ট করতে শুরু করেছেন সেখানে। প্রশংসার মধ্যে কটাক্ষাও শুনলেন পিয়া চক্রবর্তী। এক নেটিজ়েন লিখেছেন, “সবাইকে ভরিয়ে দাও তুমি, কী অনুপম কী পরম।”

অভিনেত্রীর চিটিং
সম্প্রতি ‘দিদি নম্বর ওয়ান’-এ এসে স্কুলের চিটিং কাহিনি শুনিয়েছেন অভিনেত্রী ঈপ্সিতা মুখোপাধ্যায়। পরীক্ষা চলাকালীন প্রিয় বান্ধবীকে একটি বানান জিজ্ঞেস করতে গিয়েই ধরা পড়েছিলেন ঈপ্সিতা। খাতা কেড়ে নেওয়া হয়েছিল তাঁর। এসব শুনে রচনা বলেছেন, “বুঝতেই পারছি কত ভাল ছাত্রী ছিলে তুমি।”

ঋ-এর ভুয়ো ইনস্টাগ্রাম অ্যাটাউন্ট
প্রচণ্ড রেগে গিয়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেন। তাঁর নামে একটি ফেক প্রোফাইল তৈরি হয়েছে ইনস্টাগ্রামে এবং সেই প্রোফাইল থেকে ভিডিয়ো-ছবি পোস্ট করা হয়েছে। অভিনেত্রী সেই ভুয়ো প্রোফাইল সম্পর্ক সকলকে জানিয়েছেন তাঁর ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে। অভিনেত্রী লিখেছেন, “এটি একটি ফেক প্রোফাইল। আমি প্রত্যেককে অনুরোধ করব, দয়া করে এই প্রোফাইলটি আনফলো করুন।”

Follow Us:
অলিম্পিকে গিয়ে আমাদের অ্যাথলিটরা ঠিকমতো ডিম খেতে পারছেন না
অলিম্পিকে গিয়ে আমাদের অ্যাথলিটরা ঠিকমতো ডিম খেতে পারছেন না
ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন নাতাশা স্তানকোভিচ, তা নিয়েই এখন আলোচনা!
ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন নাতাশা স্তানকোভিচ, তা নিয়েই এখন আলোচনা!
যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তের বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড় টলিউড
যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তের বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড় টলিউড
এক ট্যাবলেটেই দীর্ঘ জীবন!
এক ট্যাবলেটেই দীর্ঘ জীবন!
কার্গিলে তিনের বিরুদ্ধে একের লড়াই! ১৬ হাজার ফুট উপরে কীভাবে লড়াই?
কার্গিলে তিনের বিরুদ্ধে একের লড়াই! ১৬ হাজার ফুট উপরে কীভাবে লড়াই?
রাজ্যের ভাঁড়ার শূন্য, তবুও ঢালাও অনুদান! উৎসবে হাত খোলা, চাকরিতে কবে?
রাজ্যের ভাঁড়ার শূন্য, তবুও ঢালাও অনুদান! উৎসবে হাত খোলা, চাকরিতে কবে?
২০২৪ সালে মহানায়ক সম্মান উঠছে কোন কোন শিল্পীর হাতে?
২০২৪ সালে মহানায়ক সম্মান উঠছে কোন কোন শিল্পীর হাতে?
বান্ধবীর মৃত্যুদিনে তাঁর নামেই অপপ্রচার, নিন্দার ঝড় সমাজমাধ্যমে
বান্ধবীর মৃত্যুদিনে তাঁর নামেই অপপ্রচার, নিন্দার ঝড় সমাজমাধ্যমে
বাড়ল স্ট্যান্ডার্ড ডিডাকশন, বাজেটে কী পেল মধ্যবিত্ত?
বাড়ল স্ট্যান্ডার্ড ডিডাকশন, বাজেটে কী পেল মধ্যবিত্ত?
কোন ছবির শুটিং করতে গিয়ে ঘটে এমনটা? সবটা জানালেন ভিকি নিজেই...
কোন ছবির শুটিং করতে গিয়ে ঘটে এমনটা? সবটা জানালেন ভিকি নিজেই...