TCS Recruitment 2023: TCS-এ কেন মহিলারা চাকরি ছাড়ছেন?

TCS Recruitment 2023: TCS-এ কেন মহিলারা চাকরি ছাড়ছেন?

TV9 Bangla Digital

| Edited By: আসাদ মল্লিক

Updated on: Jun 18, 2023 | 6:21 PM

TCS: টিসিএস -এর চাকরি মহিলারা বেশি ছাড়ছেন পুরুষদের তুলনায়। মহিলারা কেন এই কোম্পানিতে কাজ করতে চাইছেন না? এই অবস্থা কেন তৈরি হল? কোভিড -19 মহামারী-এর প্রভাব কমে যাওয়ায়, শুরু হয়েছে আবার অফিসে গিয়ে কাজ করা।

টিসিএস -এর চাকরি মহিলারা বেশি ছাড়ছেন পুরুষদের তুলনায়। মহিলারা কেন এই কোম্পানিতে কাজ করতে চাইছেন না? এই অবস্থা কেন তৈরি হল? কোভিড -19 মহামারী-এর প্রভাব কমে যাওয়ায়, শুরু হয়েছে আবার অফিসে গিয়ে কাজ করা। আবার অফিসে গিয়ে কাজ করারা জন্য মহিলারা বেশি বিরক্ত। এই জন্য অনেক মহিলারা কাজ ছাড়ছেন টিসিএস থেকে। অনেকে মনে করছেন, টিসিএস অফিসের কাজের নীতির জন্য মহিলারা হতাশ হয়েছেন। তাই মহিলারা টিসিএস-এ বেশি কাজ ছাড়ছেন। এই ঘটনা খুবই ‘অস্বাভাবিক’ বলে মনে করা হচ্ছে। ২০২৩ সালে টিসিএস মহিলাদের নিয়োগ করেছেন ৩৮.১%। টিসিএস-এ মহিলাদের সংখ্যা মোট কর্মশক্তির ৩৫.৭%। অভ্যন্তরীণ নেতৃত্ব পদে মহিলাদের সংখ্যা ২৩%। শুধু টিসিএস না, অনেক আইটি কোম্পানিতে এমন সমস্যা হয়েছে। মহামারীর পরে টিসিএস অনেক বেশি কর্মী নিয়োগ করেছে।