Viral Video: তৃষ্ণার্ত পায়রাকে কীভাবে জল খাওয়াচ্ছে ছোট্ট ছেলেটি, দেখুন ভিডিয়ো
একটি ভিডিয়োটি খুবই ভাইরাল হয়েছে। ভিডিয়োতে দেখা গেল,জানলার এক প্রান্তে চলে গিয়েছে ছোট্ট ছেলেটি। তার ঠিক নিচেই বসে রয়েছে তৃষ্ণার্ত সেই পায়রা। ছোট্ট ছেলেটির সঙ্গে রয়েছে একটি গ্লাস। কিন্তু সেই গ্লাস থেকে কীভাবে সে জল খাওয়াবে তৃষ্ণার্ত পায়রাটিকে?
একটি ভিডিয়োটি খুবই ভাইরাল হয়েছে। ভিডিয়োতে দেখা গেল, জানলার এক প্রান্তে চলে গিয়েছে ছোট্ট ছেলেটি। তার ঠিক নিচেই বসে রয়েছে তৃষ্ণার্ত সেই পায়রা। ছোট্ট ছেলেটির সঙ্গে রয়েছে একটি গ্লাস। কিন্তু সেই গ্লাস থেকে কীভাবে সে জল খাওয়াবে তৃষ্ণার্ত পায়রাটিকে? উপায় খুঁজে না পেয়ে হাতা দিয়েই পায়রাটির মুখে আস্তে আস্তে জল ঢেলে দেয় সে। শেষমেশ তৃষ্ণার্ত পায়রাটি তার তৃষ্ণা মেটাতে সক্ষম হয়। লিঙ্কডইনে জামাল এম সুলতান নামের এক ব্যক্তি এই ভিডিয়োটি শেয়ার করেছেন। তিনি জানিয়েছেন, এই ভিডিয়ো তাঁর তোলা নয়। জামাল নামের ওই লিঙ্কডইন ব্যবহারকারী পশু-পাখিদের জল খাওয়ানোর কয়েকটি টিপসও শেয়ার করেছেন। প্রথমে তিনি বলছেন আপনার ব্যালকনি বা বাড়ির বাইরে এক বাটি জল রেখে দিতে। পাখিরা সেই জল পান করেই নিজেদের হাইড্রেটেড রাখতে পারেন। তিনি আরও বলছেন,কোনও পাখিকে যদি দেখেন এই গরমে সে উড়তে পারছে না,তখনও তাকে একটু জল দিন। প্রায় ১৩,০০০ এরও বেশি লাইক পড়েছে ভিডিয়োতে। এই সংখ্যাগুলি ক্রমান্বয়ে বেড়েই চলেছে। আর এই পরিসংখ্যানই প্রমাণ করে দিচ্ছে, ছোট্ট ছেলের কাজ কীভাবে বড়দের মন জিতে নিয়েছে।