Unknown Facts Of France: ‘সু সু’ বললেই গুলি খাবেন
একই শব্দ নানা দেশে ভিন্ন অর্থবাহী। যেমন প্রস্রাব করার চলিত একটি শব্দ 'সুসু'। ছোট থেকে বড় অনেকেই ব্যবহার করেন এই শব্দ। কিন্তু বিশ্বের নানা দেশে এই শব্দের মানে বিভিন্ন। এই দেশগুলিতে সুসু বললে আপনার কথার কী মানে হতে পারে দেখুন।
একই শব্দ নানা দেশে ভিন্ন অর্থবাহী। যেমন প্রস্রাব করার চলিত একটি শব্দ ‘সুসু’। ছোট থেকে বড় অনেকেই ব্যবহার করেন এই শব্দ। কিন্তু বিশ্বের নানা দেশে এই শব্দের মানে বিভিন্ন । এই দেশগুলিতে সুসু বললে আপনার কথার কী মানে হতে পারে দেখুন। দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের আদিবাসী ভাষা বাস্ক-এ সুসু শব্দের মানেটা বেশ ভয়ঙ্কর! এখানে সু সু’ শব্দের অর্থ ‘গুলি করো ‘ বা ফায়ার। তাই এখানে সুসু বললেই বিপদ বাড়বে বই কমবে না। পূর্ব ইউরোপের আজারবাইজানে ‘সু সু’ শব্দের অর্থ ‘জলীয়’। ইউরোপের বসনিয়ায় ‘সু সু’ শব্দের অর্থ কেউ কোনও কিছু করছে। এখানে কোনও কাজ করতে হলে বাক্যে সু সু শব্দটি যোগ করতে হবে। ফ্রান্সের কর্সিকায় ‘সু সু’ র মানে ‘উপরে’। কর্সিকান ভাষা ফ্রান্স এবং ইতালিতে প্রচলিত। চেক প্রজাতন্ত্রের ভাষা জেহতে ‘সু সু’র অর্থ ‘সেই’। ডেনমার্কের ড্যানিশ ভাষায় ‘সু সু’ শব্দের অর্থ ‘গোপন’।
Latest Videos