Giant Whale in Peru: ডাইনোসরের মতো তিমি!

Giant Whale in Peru: ডাইনোসরের মতো তিমি!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Aug 20, 2023 | 1:22 PM

খোঁজ পাওয়া গেল বিশ্বের সবচেয়ে বড় তিমির। নেচার পত্রিকায় এই তিমির বিষয়ে জানা গেছে। এই তিমির ওজন ৩৪০ মেট্রিক টন। দৈর্ঘ্য ২০ মিটার। তিমিটির নাম 'পেরুসেটাস কলোসাস' মানে পেরুর বিরাট তিমি। ২ অগাস্ট,২০২৩ এই বিষয়ে একটি প্রবন্ধ বেরোয়। পেরুর আইকা মরুভূমিতে লিমার গবেষকরা পান তিমির বিশাল হাড়ের জীবাশ্ম।

খোঁজ পাওয়া গেল বিশ্বের সবচেয়ে বড় তিমির। নেচার পত্রিকায় এই তিমির বিষয়ে জানা গেছে। এই তিমির ওজন ৩৪০ মেট্রিক টন। দৈর্ঘ্য ২০ মিটার। তিমিটির নাম ‘পেরুসেটাস কলোসাস’ মানে পেরুর বিরাট তিমি। ২ অগাস্ট,২০২৩ এই বিষয়ে একটি প্রবন্ধ বেরোয়। পেরুর আইকা মরুভূমিতে লিমার গবেষকরা পান তিমির বিশাল হাড়ের জীবাশ্ম। সান মার্কোস বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ৮ বছর খনন করে বিরাট হাড় গুলি পান। নীল তিমির তুলনায় অনেকটা বড় এই প্রাণী। ৫ ফুটের রিব বোন বা পাঁজরের হাড় ছিল প্রাগৈতিহাসিক পেরুসেটাস কলোসাসের। পেরুসেটাস কলোসাসের শিরদাঁড়ার ১৩টি কশেরুকা ও ১টি কক্সিসের ইলিয়াম হাড় উদ্ধার হয়। হাড় গুলির থ্রিডি বিশ্লেষণ করে বিজ্ঞানীরা জানাচ্ছেন ৪ কোটি বছর আগে সমুদ্র তোলপাড় করত এই তিমি। বর্তমানে পেরুর এক সংগ্রহশালায় আছে এই জীবাশ্ম।