Indian Grandmaster Gukesh D: গুরুকে ছাপিয়ে বিশ্বকাপ জিতলেন
দাবা বিশ্বকাপ জিতলেন তরুণ ভারতীয় গ্র্যান্ডমাস্টার গুকেশ ডি। গুকেশ পরাজিত করলেন আজারবাইজানের দাবাড়ু মিস্ত্রাদিন ইসকান্দ্রোভকে। মাত্র ৪৪ চালে গুকেশ হারান মিস্ত্রাদিনকে।
দাবা বিশ্বকাপ জিতলেন তরুণ ভারতীয় গ্র্যান্ডমাস্টার গুকেশ ডি। গুকেশ পরাজিত করলেন আজারবাইজানের দাবাড়ু মিস্ত্রাদিন ইসকান্দ্রোভকে। মাত্র ৪৪ চালে গুকেশ হারান মিস্ত্রাদিনকে। FIDE র্যাঙ্কিংয়ে গুকেশ তাঁর আইডল বিশ্বনাথন আনন্দের থেকে এগিয়ে উঠে এলেন ৯ম স্থানে। FIDE র্যাঙ্কিংয়ে আনন্দ ১০ এ। গুকেশের রেটিং এখন ২৭৫৫।৯। শীর্ষ ভারতীয় দাবাড়ু গুকেশের এই সাফল্য নিয়ে আনন্দ বলেন। গুকেশের এই সাফল্য ঐতিহাসিক। তাঁকে পার করে গুকেশের সেরা ১০এ বেশ করায় উচ্ছ্বসিত ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন আনন্দ। শুভেচ্ছা জানিয়ে আনন্দ বলেন অপ্রতিরোধ্য তরুণ গ্র্যান্ডমাস্টার গুকেশ বহু দূর যাবেন। ওয়েস্টব্রিজ আনন্দ চেস অ্যাকাডেমিতে তালিম নেন গুকেশ ডি। আনন্দ জানান গুকেশকে সাফল্যের শীর্ষে তুলে ধরতে পেরে আমি খুশি।
Latest Videos