Breathless Care Tips: শ্বাসকষ্টেই লুকিয়ে এত জটিল রোগ!

Breathless Care Tips: শ্বাসকষ্টেই লুকিয়ে এত জটিল রোগ!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Aug 20, 2023 | 1:56 PM

আপনি কি মাঝে মাঝেই শ্বাসকষ্টের শিকার হন? অল্পেই দম পান না। প্রশ্বাস নিতে নিঃশ্বাস ছাড়তে যেন দম বন্ধ হয়ে আসছে, মনে হয়? তাহলে আজই সতর্ক হোন। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে ডিস্পনিয়া বলে।

আপনি কি মাঝে মাঝেই শ্বাসকষ্টের শিকার হন? অল্পেই দম পান না। প্রশ্বাস নিতে নিঃশ্বাস ছাড়তে যেন দম বন্ধ হয়ে আসছে, মনে হয়? তাহলে আজই সতর্ক হোন। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে ডিস্পনিয়া বলে। এর আড়ালে থাকতে পারে কিছু গুরুতর রোগ। বড় বিপদ এড়াতে এর সম্পর্কে জেনে নিন। বাতাসে ভাসমান ভাইরাস,ব্যাক্টেরিয়া ও ধূলিকণা ফুসফুসকে আক্রান্ত করে। অ্যাজমা বা সিওপিডির মতো জটিল রোগ হয়। এই রোগে শুরু হয় শ্বাসকষ্ট। ফুসফুসে ঠিকঠাক অক্সিজেন না গেলে শ্বাসকষ্ট বাড়ে। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে মৃদু হার্ট অ্যাটাক বা সাইলেন্ট কার্ডিয়াক অ্যারেস্টের পর শ্বাসকষ্ট হয়। প্যানিক অ্যাটাক হলেও দম বন্ধ হয়ে আসে। বেড়ে যায়ে পাল্‌স রেট। বারংবার প্যানিক অ্যাটাক ভাল লক্ষণ নয়। দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। অনেক সময়ে, অনেকের কিছু কিছু খাবার ও ওষুধ থেকে অ্যালার্জি হয়। অ্যালার্জি ডেকে আনে অ্যনাফাইল্যাক্সিস, সঙ্গে দোসর শ্বাসকষ্ট। এইসব পরিস্থিতিতে নিজে ডাক্তারি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। প্লুরাল ইফউশন, ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস, নিউমোথোব়্যাক্স, পালমোনারি এম্বোলিজমেও শ্বাসকষ্ট হয়।