WHAT INDIA THINKS TODAY: কীভাবে বিশ্ব দরবারে আরও এগিয়ে যাবে ভারত, জানালেন TV9 নেটওয়ার্কের MD-CEO

WHAT INDIA THINKS TODAY: কীভাবে বিশ্ব দরবারে আরও এগিয়ে যাবে ভারত, জানালেন TV9 নেটওয়ার্কের MD-CEO

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Feb 25, 2024 | 6:14 PM

শুরু হয়ে গেল TV9 নেটওয়ার্ক আয়োজিত গ্লোবাল সামিট What India Thinks Today। রবিবার ভারতের রাজধানীতে শুরু হল এই সম্মেলনে। সম্মেলন চলবে আগামী ২৭ ফেব্রুয়ারি অবধি। তারকা খচিত এই সম্মেলনে প্রারম্ভিক বক্তব্য রাখলেন TV9 নেটওয়ার্কের এমডি ও সিইও শ্রী বরুণ দাস।

শুরু হয়ে গেল TV9 নেটওয়ার্ক আয়োজিত গ্লোবাল সামিট What India Thinks Today। রবিবার ভারতের রাজধানীতে শুরু হল এই সম্মেলনে। সম্মেলন চলবে আগামী ২৭ ফেব্রুয়ারি অবধি। তারকা খচিত এই সম্মেলনে প্রারম্ভিক বক্তব্য রাখলেন TV9 নেটওয়ার্কের এমডি ও সিইও শ্রী বরুণ দাস। অনুষ্ঠানের সূচনায় শ্রী বরুণ দাস জানান, “আজকের সন্ধে বিশেষ হতে চলেছে। আপনারা সকলেই হয়তো অনেক বিখ্যাত সেলিব্রেটি ও ক্রীড়া ব্যক্তিত্বদের দেখতে পেয়েছেন। তাঁরা সকলেই একটি বিশেষ কারণে আজ এখানে একজোট হয়েছেন। তাঁরা আমাদের ভারতের জন্য শক্তিশালী দৃষ্টিভঙ্গি তৈরি করতে সাহায্য করবেন। সামরিক বা অর্থনৈতিক শক্তি হিসাবে নয়, সফট পাওয়ার হিসাবে।” কিন্তু এই সফট পাওয়ার আদপে ঠিক কী? ভিডিয়োয় শুনুন কী বলছেন শ্রী বরুণ দাস।