Bankura Road Block: হাঁড়ি কলসি নিয়ে অবরোধ

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Jul 20, 2023 | 7:17 PM

স্থানীয় সূত্রে জানা গেছে বাঁকুড়ার রানীবাঁধ ব্লকের তালগোড়া গ্রামে বাসিন্দাদের বাড়িতে বাড়িতে নলবাহিত পানীয় জল সরবরাহের ব্যবস্থা নেই। গ্রামে রাস্তার ধারে থাকা হাতে গোনা কয়েকটি জলের ট্যাপ থেকে পানীয় জল সংগ্রহ করতে হয় গ্রামের দেড়শোটিরও বেশি পরিবারকে।

Follow Us

ভরা বর্ষাতেও পানীয় জলের দাবীতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। রাস্তায় হাঁড়ি কলসি নামিয়ে এদিন বিক্ষোভে সামিল হন রানীবাঁধ ব্লকের তালগোড়া গ্রামের বাসিন্দারা। এর জেরে খাতড়া রানীবাঁধ রাজ্য সড়কে দীর্ঘক্ষণ ধরে বন্ধ থাকে যানবাহন চলাচল।

স্থানীয় সূত্রে জানা গেছে বাঁকুড়ার রানীবাঁধ ব্লকের তালগোড়া গ্রামে বাসিন্দাদের বাড়িতে বাড়িতে নলবাহিত পানীয় জল সরবরাহের ব্যবস্থা নেই। গ্রামে রাস্তার ধারে থাকা হাতে গোনা কয়েকটি জলের ট্যাপ থেকে পানীয় জল সংগ্রহ করতে হয় গ্রামের দেড়শোটিরও বেশি পরিবারকে। সম্প্রতি সেই জল সরবরাহও অনিয়মিত হয়ে পড়েছে। কোনোদিন আধ ঘন্টা আবার কোনোদিন এক ঘন্টা ওই ট্যাপগুলি থেকে জল পড়ে। স্বাভাবিক ভাবে ওই কম সময়ে প্রায় দেড়শোটি পরিবার নিজেদের প্রয়োজনীয় পানীয় জল সংগ্রহ করতে পারেন না। অবিলম্বে পানীয় জল সরবরাহ স্বাভাবিক করার দাবীতে এদিন সকাল থেকে বাড়ির হাড়ি, কলসি ও বালতি নিয়ে খাতড়া রানীবাঁধ রাস্তায় নেমে আন্দোলন শুরু করেন গ্রামের মহিলারা। শুরু হয় অবরোধ। অবরোধের জেরে বেশ কিছুক্ষণ ওই সড়ক অবরুদ্ধ থাকে। পরে খবর পেয়ে রানীবাঁধ থানার পুলিশ অবরোধস্থলে যায়। সেখানে অবরোধকারীদের সাথে কথা বলে আপাতত জলের ট্যাঙ্ক পাঠিয়ে গ্রামের জল সমস্যা মেটানোর আস্বাস দিয়েছে পুলিশ।

ভরা বর্ষাতেও পানীয় জলের দাবীতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। রাস্তায় হাঁড়ি কলসি নামিয়ে এদিন বিক্ষোভে সামিল হন রানীবাঁধ ব্লকের তালগোড়া গ্রামের বাসিন্দারা। এর জেরে খাতড়া রানীবাঁধ রাজ্য সড়কে দীর্ঘক্ষণ ধরে বন্ধ থাকে যানবাহন চলাচল।

স্থানীয় সূত্রে জানা গেছে বাঁকুড়ার রানীবাঁধ ব্লকের তালগোড়া গ্রামে বাসিন্দাদের বাড়িতে বাড়িতে নলবাহিত পানীয় জল সরবরাহের ব্যবস্থা নেই। গ্রামে রাস্তার ধারে থাকা হাতে গোনা কয়েকটি জলের ট্যাপ থেকে পানীয় জল সংগ্রহ করতে হয় গ্রামের দেড়শোটিরও বেশি পরিবারকে। সম্প্রতি সেই জল সরবরাহও অনিয়মিত হয়ে পড়েছে। কোনোদিন আধ ঘন্টা আবার কোনোদিন এক ঘন্টা ওই ট্যাপগুলি থেকে জল পড়ে। স্বাভাবিক ভাবে ওই কম সময়ে প্রায় দেড়শোটি পরিবার নিজেদের প্রয়োজনীয় পানীয় জল সংগ্রহ করতে পারেন না। অবিলম্বে পানীয় জল সরবরাহ স্বাভাবিক করার দাবীতে এদিন সকাল থেকে বাড়ির হাড়ি, কলসি ও বালতি নিয়ে খাতড়া রানীবাঁধ রাস্তায় নেমে আন্দোলন শুরু করেন গ্রামের মহিলারা। শুরু হয় অবরোধ। অবরোধের জেরে বেশ কিছুক্ষণ ওই সড়ক অবরুদ্ধ থাকে। পরে খবর পেয়ে রানীবাঁধ থানার পুলিশ অবরোধস্থলে যায়। সেখানে অবরোধকারীদের সাথে কথা বলে আপাতত জলের ট্যাঙ্ক পাঠিয়ে গ্রামের জল সমস্যা মেটানোর আস্বাস দিয়েছে পুলিশ।

Next Article