Dog Viral Video: কুকুর খাচ্ছে শিবের মাথায় ঢালা দুধ!

Dog Viral Video: কুকুর খাচ্ছে শিবের মাথায় ঢালা দুধ!

আসাদ মল্লিক

|

Updated on: Mar 08, 2023 | 4:06 PM

Dog Viral Video: কুকুর খাচ্ছে শিবের মাথায় ঢালা দুধ!

সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশাল মিডিয়াতে । ভিডিয়োতে দেখা যাচ্ছে বেশ কয়েকটি সারমেয় একটি পাত্র থেকে দুধ খাচ্ছে। একটি বড় পাত্র থেকে দুধ ঢেলে দেওয়া হচ্ছে কুকুর গুলির জন্য। কুকুরগুলি চেটেপুটে খাচ্ছে সেই দুধ। ভিডিয়োটির ক্যাপশনে লেখা এই ছবি মধ্যপ্রদেশের উজ্জয়িনির মহাকালেশ্বর মন্দিরের। মধ্যপ্রদেশের বিখ্যাত জ্যোতির্লিঙ্গ মহাকালেশ্বর মন্দির। প্রতিদিন প্রচুর ভক্ত সমাগম হয় মহাকালেশ্বর মন্দিরে। জ্যোতির্লিঙ্গ মহাকালেশ্বরে ভক্তরা মহাদেবের অভিষেকের জন্য যে দুধ ঢালেন সেই দুধ সংগ্রহ করা হয়। সংগৃহীত সেই দুধই সারমেয়দের খাওয়াচ্ছেন মন্দির কর্তৃপক্ষ। এভাবেই মহাদেব প্রকৃত পক্ষেই হয়ে উঠছেন পশুপতি। টুইটারে এই ভিডিয়ো ব্যপক প্রশংসা পেয়েছে।