Germs in water bottles: জলের বোতলে টয়লেট সিটের চেয়ে বেশি ব্যাকটেরিয়া থাকে, জানতেন?

Germs in water bottles: জলের বোতলে টয়লেট সিটের চেয়ে বেশি ব্যাকটেরিয়া থাকে, জানতেন?

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Mar 14, 2023 | 7:37 PM

একটা জলের বোতল কিনলে আমরা তা মাসের পর মাস ব্যবহার করতে থাকি। আমেরিকার ওয়াটার ফিল্টার গুরু নামের এক সংস্থা একটি গবেষণাটি করে। জলের বোতলে টয়লেট সিটের চেয়ে ৪০,০০০ গুণ বেশি ব্যাকটেরিয়া রয়েছে। এই তথ্য সত্যি চমকে দেওয়ার মতো।

একটা জলের বোতল কিনলে আমরা তা মাসের পর মাস ব্যবহার করতে থাকি। আমেরিকার ওয়াটার ফিল্টার গুরু নামের এক সংস্থা একটি গবেষণাটি করে। জলের বোতলে টয়লেট সিটের চেয়ে ৪০,০০০ গুণ বেশি ব্যাকটেরিয়া রয়েছে। এই তথ্য সত্যি চমকে দেওয়ার মতো। দিনের পর দিন আমরা একই জলের বোতল থেকে জল খাচ্ছি। বুঝতে পারছেন আমাদের শরীরে ঠিক কতটা প্রভাব ফেলছে জলের বোতল? এই ব্যাকটেরিয়াগুলো আমাদের অন্ত্রের স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব ফেলে। এমনকী এই ক্ষতিকারক ব্যাকটেরিয়াগুলো আমাদের শরীরে অ্যান্টিবডিগুলোকে নষ্ট করে দেয়। যার জেরে অ্যান্টিবায়োটিক খেলেও খুব একটা কার্যকর হয় না। জলের বোতলগুলো উচ্চ সংখ্যক ব্যাকটেরিয়ার প্রজনন ক্ষেত্র হিসাবে কাজ করতে পারে। কিন্তু জলের বোতলে যে সব ব্যাকটেরিয়া থাকে,সেগুলো প্রথম থেকেই মানুষের মুখের মধ্যে রয়েছে। এই ব্যাকটেরিয়াগুলোকে বিপজ্জনক সেটাও কেউ নিশ্চিতভাবে বলতে পারছে না। গবেষকরা দিনে অন্তত একবার গরম লিক্যুইড সাবান দিয়ে জলের বোতলগুলো ধোয়ার পরামর্শ দিচ্ছেন।