WB Panchayat Elections 2023: নির্দল প্রার্থীর সমর্থনে তৃণমূল বিধায়কের পথসভা
ভরতপুর বিধানসভার অন্তর্গত ভরতপুর এক নম্বর ব্লকের সিজগ্রাম গ্ৰাম পঞ্চায়েতের সৈয়দপুর ২১ নম্বর বুথে কল চিহ্নে প্রার্থী হয়েছেন হাবিবা খাতুন। সেই প্রার্থীর সমর্থনে ভোট প্রচার করেন তৃণমূল বিধায়ক হুমায়ূন কবীর।
মমতা ব্যানার্জি উন্নয়ন কে হাতিয়ার করে নির্দল প্রার্থীর হয়ে ভোট প্রচার। ভরতপুর বিধানসভার অন্তর্গত ভরতপুর এক নম্বর ব্লকের সিজগ্রাম গ্ৰাম পঞ্চায়েতের সৈয়দপুর ২১ নম্বর বুথে কল চিহ্নে প্রার্থী হয়েছেন হাবিবা খাতুন। সেই প্রার্থীর সমর্থনে ভোট প্রচার করেন তৃণমূল বিধায়ক হুমায়ূন কবীর। তিনি বলেন মমতা ব্যানার্জি উন্নয়নের কে হাতিয়ার করে নির্দল প্রার্থীর সমর্থনে তিনি প্রচার করেন। তিনি বলেন দলের কয়েকজন স্বার্থান্বেষী মানুষের জন্য এখানে এই অবস্থা। বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূলের পক্ষ থেকে সভা ডাকা হয়েছে সেখানে সমস্ত বিধায়কদের উপস্থিত থাকার কথা বলা হয়েছে। জেলা তৃণমূল সভাপতি শাওনি সিংহ রায় এর ডাকা সভায় যাবেন না হুমায়ূন।
Latest Videos