Amarnath Yatra: অমরনাথে খাওয়া যাবে না এই খাবার…
Amarnath Yatra: অমরনাথ যাত্রা শুরু হবে ১ জুলাই থেকে। রেজিস্ট্রেশন চলবে ১ জুলাই থেকে ৩১ আগস্ট পর্যন্ত। অমরনাথে গেলে কী কী খাবার খাওয়া যাবে না দেখে নিন। অমরনাথ যাত্রায় খাওয়া যাবে না ফাস্ট ফুড।
অমরনাথ যাত্রা শুরু হবে ১ জুলাই থেকে। রেজিস্ট্রেশন চলবে ১ জুলাই থেকে ৩১ আগস্ট পর্যন্ত। অমরনাথে গেলে কী কী খাবার খাওয়া যাবে না দেখে নিন। অমরনাথ যাত্রায় খাওয়া যাবে না ফাস্ট ফুড। হালুয়া, জিলিপি খাওয়া যাবে না অমরনাথ যাত্রাতে। অমরনাথ যাত্রাতে খাওয়া যাবে না নরম পানীয়। অমরনাথ যাত্রায় মিলবে না দোসা, চাউমিন, চাটনি এবং ভাজা পাঁপড়। অমরনাথ যাত্রায় খাওয়া যাবে না পুরি এবং ছোলা ভাটুরে। অমরনাথ যাত্রায় খাওয়া যাবে না পিৎজা, বার্গার এবং ফ্রায়েড রাইস। মদ,পান মশলা এবং গুটখা খাওয়া যাবে না। অমরনাথ যাত্রায় করা যাবে না ধূমপান। ভাত, ডাল, খিচুড়ি খাওয়া যাবে অমরনাথ যাত্রায়। অমরনাথ যাত্রায় খাওয়া যাবে জিরা রাইস,গ্রিন স্যালাড। ফলের রস,ভেজিটেবল স্যুপ এবং লেবুর স্কোয়াশ খাওয়া যাবে অমরনাথ যাত্রায়। অমরনাথ যাত্রায় হার্বাল চা বা কফি খাওয়া যাবে। অমরনাথে ট্রেক করতে গেলে আপনাকে ফিট হতে হবে। ৭৫ বছরের বেশি বয়স হলে অমরনাথে যেতে পারবেন না। বাচ্চার বয়স ১৩ বছরের কম হলে অমরনাথে যেতে পারবেন না। পহেলগাঁও হয়ে অমরনাথ যাওয়ার রুট খুব জনপ্রিয়।