AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

WHAT INDIA THINKS TODAY: ভবিষ্যতে মানুষকে কতটা চ্যালেঞ্জের মুখে ফেলবে AI, আলোচনায় বিশিষ্টরা

WHAT INDIA THINKS TODAY: ভবিষ্যতে মানুষকে কতটা চ্যালেঞ্জের মুখে ফেলবে AI, আলোচনায় বিশিষ্টরা

সুপ্রিয় ঘোষ

|

Updated on: Feb 26, 2024 | 4:46 PM

Share

আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স বা AI নিয়ে আলোচনায় স্যামসাং রিসার্চের AI ভিশন ডিরেক্টর অলোক শুক্লা, AI বিশেষজ্ঞ অধ্যাপক অনুরাগ মারিয়েল, রিলায়েন্স জিও-র চিফ ডেটা সায়েন্টিস্ট শৈলেশ কুমার, মাইক্রোসফ্ট ইন্ডিয়া-র শমিক রায় এবং মার্জ সংস্থার সহ-প্রতিষ্ঠাতা ব্রনফম্যান।

আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স বা AI নিয়ে আলোচনায় উপস্থিত ছিলেন স্যামসাং রিসার্চের এআই ভিশন ডিরেক্টর অশোক শুক্লা, এআই বিশেষজ্ঞ অধ্যাপক অনুরাগ মারিয়েল, রিলায়েন্স জিও-র চিফ ডেটা সায়েন্টিস্ট শৈলেশ কুমার, মাইক্রোসফ্ট ইন্ডিয়া-র ইডি শমিক রায় এবং মার্জ সংস্থার সহ-প্রতিষ্ঠাতা ব্রনফম্যান।

বিজ্ঞান আসলে আশীর্বাদ নাকি অভিশাপ? তা নিয়ে এখনও যে মন বিতর্কের অবকাশ থেকে যায়। তেমনই এই আলোচনায় কথা শুরুই হল এই প্রসঙ্গে, যে কৃত্রিম বুদ্ধিমত্তা, আসলে আশীর্বাদ নাকি অভিশাপ। এছাড়াও ভবিষ্যতে মানুষকে কতটা চ্যালেঞ্জের মুখে ফেলবে এই কৃত্রিম বুদ্ধিমত্তা, আলোচনা হল তা নিয়েও।

Published on: Feb 26, 2024 04:42 PM