WHAT INDIA THINKS TODAY: ভারতের স্টার্ট আপ-এর বিষয়ে আলোচনায় বিশিষ্ট অতিথিরা

স্টার্ট আপ নিয়ে আলোচনা করলেন বিশিষ্ট অতিথিরা। TV9 নেটওয়ার্কের কনক্লেভে এদিন এই বিষয়ে আলোচনায় উপস্থিত ছিলেন 108 Capital-এর প্রতিষ্ঠাতা সুষমা কৌশিক, মামাআর্থের কো ফাউন্ডার গজল আলগ, নো ব্রোকারের প্রতিষ্ঠাতা অখিল গুপ্তা ও আমুলের এমডি জয়েন মেহতা।

WHAT INDIA THINKS TODAY: ভারতের স্টার্ট আপ-এর বিষয়ে আলোচনায় বিশিষ্ট অতিথিরা
| Updated on: Feb 26, 2024 | 5:38 PM

স্টার্ট আপ নিয়ে আলোচনা করলেন বিশিষ্ট অতিথিরা। TV9 নেটওয়ার্কের কনক্লেভে এদিন এই বিষয়ে আলোচনায় উপস্থিত ছিলেন 108 Capital-এর প্রতিষ্ঠাতা সুষমা কৌশিক, মামাআর্থের কো ফাউন্ডার গজল আলগ, নো ব্রোকারের প্রতিষ্ঠাতা অখিল গুপ্তা ও আমুলের এমডি জয়েন মেহতা।

ভারতের সবথেকে পুরোনো স্টার্ট-আপ হল আমূল। ১৯৪৬ সালে যাত্রা শুরু করে, আজ দুধ ও দুধজাত পণ্যের বাজারে দেশের এক নম্বর ব্র্যান্ডে পরিণত হয়েছে এই সংস্থা। এদিনের আলোচনা শুরু হয় সংস্থার এমডি জয়ন মেহতাকে দিয়ে। শুরুতেই, স্টার্ট-আপ প্যানেলে একজন ‘দুধওয়ালা’কে ডাকার জন্য তিনি ধন্যবাদ জানান TV9-কে।

আমূলের ব্যবসার পরিধি দেখে বিস্ময় প্রকাশ করেন মামাআর্থের সহ-প্রতিষ্ঠাতা গজল অলঘ। তিনি জানান, তাঁর নিজের সন্তানের জন্য টক্সিন-মুক্ত পণ্যের খোঁজ করছিলেন তিনি। আর এই একজন মায়ের ব্যক্তিগত খোঁজ থেকেই জন্ম নিয়েছিল মামাআর্থ সংস্থা।

নোব্রোকারের সহ-প্রতিষ্ঠাতা এবং সিটিও অখিল গুপ্তা জানিয়েছেন, বহু মানুষ বাড়ি খুঁজে পেতে সমস্যায় পড়েন। এই ব্যক্তিগত সমস্যা সমাধানের লক্ষ্য়েই তাঁরা নোব্রোকার সংস্থা তৈরি করেছিলেন। ব্রোকারেজ সরিয়ে দেওয়ার ফলে, বিক্রেতা এবং দালাল দুই পক্ষই লাভবান হয়েছে। আর এর থেকেই নোব্রোকার আজ ভারতের একমাত্র প্রপটেক ইউনিকর্নে পরিণত হয়েছে।

১০৮ ক্যাপিটালের প্রতিষ্ঠাতা অংশীদার সুষমা কৌশিক বলেছেন, ২০২৩ সালে পাবলিক ইকুইটি ফান্ড এবং ভেঞ্চার ক্যাপিটালিস্ট ফান্ড – দুইই শুকিয়ে গিয়েছিল। গত বছর ভারতে ৭০০০ কোটি ডলারের বিদেশী প্রত্যক্ষ বিনিয়োগ এসেছিল। তবে, স্টার্টআপ ইকোসিস্টেমে পুঁজির ঘাটতি ছিল বলে মনে করেন না তিনি। তিনি জানিয়েছেন, ভাল এবং দুর্দান্ত মানের স্টার্টআপগুলি এবং উদ্ভাবনি স্টার্টআপগুলিই তহবিল পাচ্ছে।

Follow Us: