Most Costliest Cities: ভারতের দামি শহরে...

Most Costliest Cities: ভারতের দামি শহরে…

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Sep 10, 2023 | 5:33 PM

মার্কারি সার্ভে ২০২৩ থাকার খরচের ভিত্তিতে ৫ মহাদেশের ২২৭টি দেশের একটি তালিকা করেছে। সেই সমীক্ষা অনুযায়ী ভারতের ব্যয়বহুল শহর মুম্বই র‍্যাঙ্ক ১৪৭। নয়াদিল্লি ১৬৯ এ ও চেন্নাই ১৮৪ এ।

মার্কারি সার্ভে ২০২৩ থাকার খরচের ভিত্তিতে ৫ মহাদেশের ২২৭টি দেশের একটি তালিকা করেছে। সেই সমীক্ষা অনুযায়ী ভারতের ব্যয়বহুল শহর মুম্বই র‍্যাঙ্ক ১৪৭। নয়াদিল্লি ১৬৯ এ ও চেন্নাই ১৮৪ এ। তারপর বেঙ্গালুরু ও হায়দ্রাবাদ র‍্যাঙ্ক ১৮৯, ২০২। ষষ্ঠ স্থানে কলকাতা র‍্যাঙ্ক ২১১ সপ্তমে পুনে। সমীক্ষায় ওই শহর গুলির খাদ্য, বস্ত্র, বাসস্থান, বিনোদনের খরচ সহ ২০০টি বিষয় দেখা হয়। ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বই স্বপ্নের নগরী। এখানে এক চিলতে থাকার জায়গা পাওয়া ভাগ্যের ব্যাপার। একদিকে সুউচ্চ বহুতল অন্যদিকে বস্তি। সারাক্ষণ ছুটছে মুম্বই, বলা হয় কখনও ঘুমোয় না এই শহর। মুম্বই নগরিয়াতে জীবনযাপন বেশ কঠিন ও ব্যয়বহুল। ভারতের রাজধানী দিল্লি মহানগর। ঐতিহাসিক শহর, মুঘলদের স্মৃতি এখন মেট্রো দিয়ে মোড়া। রাজনৈতিক কেন্দ্র, সরকারি দফতরের নয়া দিল্লি আর গলি নুক্কড়ের পুরনো দিল্লি। জীবনযাপন বেশ দামি। বাগানের শহর, সিলিকন ভ্যালি বেঙ্গালুরু। একসময়ের দাক্ষিণাত্যের স্মৃতি আজও বুকে। বাগান, ফুল, কফি আর বিখ্যাত স্ট্রিট ফুডের শরের জীবনযাপনের মান বেশ উঁচু। ইতিহাস, স্থাপত্য, ভাষা, সংস্কৃতি, রান্নাবান্নার জন্য বিখ্যাত তামিলনাড়ুর চেন্নাই। বিশ্বের ২য় বৃহত্তম শহুরে সমুদ্র সৈকত এ শহরে। এখানেও জীবনযাপন বেশ দামি। সিটি অফ জয় কলকাতা তিন শতকের শহর ছিল ব্রিটিশ ভারতের রাজধানী। অভিজাত সংস্কৃতি, ইতিহাস বুকে এই শহরের। দেশের প্রথম মেট্রো রেল ও মোবাইল ফোন কলের সঙ্গে নাম জড়িয়ে কলকাতার। গঙ্গা পাড়ের এই শহরে জীবনযাপনের খরচ বেশ উচ্চ। মারাঠাদের গর্বের শহর পুনেকে প্রাচ্যের অক্সফোর্ড বলে। ফিল্ম ইন্সটিটিউটের শহর প্রাচীন দুর্গ ও মন্দিরে সমৃদ্ধ। পাহাড় ও টিলার ফাঁকে ফাঁকে শহর। মার্কারি সার্ভের সমীক্ষায় এই শহর সপ্তমে।