Wrestlers’ Protest: প্রতিবাদে চেনা মুখ কই?
অনেকেই হয়তো জানেন না। দিল্লিতে ধর্নায় বসেছেন দেশের প্রথমসারির কুস্তিগীররা। সমর্থন করেছেন অনেক খেলোয়াড়রা। কিন্তু এমন এক গুরুতর অভিযোগ। তবু এখনও চেনামুখ খেলোয়াড়রা আসছেন না কেন। প্রশ্ন উঠলো কলকাতায়। এঁদের সমর্থনে মিছিলে।
অনেকেই হয়তো জানেন না। দিল্লিতে ধর্নায় বসেছেন দেশের প্রথমসারির কুস্তিগীররা। সমর্থন করেছেন অনেক খেলোয়াড়রা। কিন্তু এমন এক গুরুতর অভিযোগ। তবু এখনও চেনামুখ খেলোয়াড়রা আসছেন না কেন। প্রশ্ন উঠলো কলকাতায়। এঁদের সমর্থনে মিছিলে।
কল্পনা দত্ত, নারী নিগ্রহ বিরোধী সংগঠন প্রশ্ন তুললেন সৌরভ সচিনের ভূমিকা নিয়ে। কুন্তলা ঘোষ দস্তিদার, প্রাক্তন ফুটবলার, শামসুল আলম,গোষ্ঠ পাল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাবের কর্ণধার সকলেই প্রশ্ন তুললেন।কপিলদেব গিয়েছিলেন দিল্লির ধর্নায়। সমর্থন জানাতে। অন্যদের মধ্যে আর কেউ এখনও এগিয়ে এলেন না কেন । কলকাতার মিছিলে জোরালো সওয়াল। জবাব কি আসবে? সেটাই দেখার।
Latest Videos